প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পেতে চলেছে সারা আলি খানের ছবি ‘দ্য স্কাই ফোর্স’। ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই মুক্তি ജপেয়েছে ছবির ট্রেলার। আর তারপর থেকেই নিজের চরিত্রের জন্য বেশ প্রশংসাই পাচ্ছেন সারা। ট্রেলারে সেনা আধিকারিকের স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে সারাকে। জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে মোবাইল ফোনটি পর্যন্ত বন্ধ রেখেছিলেন সইফ কন্যা।
সম্প্রতি, স্কাই ফোর্স-এর যে ট্রেলারটি নির্মাতারা সামনে এনেছেন, সেখানে সারার চরিত্রটিকে হতাশার মধ্যে কাটাতে দেখা গিয়েছে। কারণ, তাঁর স্বামী (বীর পাহাড়িয়া) যিনি 🧜কিনা ভারতীয় বায়ু সেনা আধিকারিক, তিনি বিমান হামলার পর থেকে নিখোঁজ হয়ে যান। ট্রেলারটি বহু সিনেমাপ্রেমীর বেশ অনেক মনোযোগ আকর্ষণ করেছে। আর এই ছবিতে সারার চরিত্রটি নিয়ে দর্শকরা বেশ উৎসাহী। জানা যাচ্ছে, এই চরিত্রটির জন্য প্রস্তুতির কথ✃া বলতে গিয়ে, অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন সারা সেটে চুপচাপ বসে থাকতেন, নিজের চিত্রনাট্যে মন দিতেন, কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলবেন, সেবিষয়েই শুধু ভাবনাচিন্তা করতেন।
সারা তাঁর আচরণ যাতে পুরোপুরি একজন সৈনিকের স্ত্রীর মতো হয়, সেবিষয়েই সম্পূ🅺র্ণ মনোযোগ দিয়েছিলেন। এমনকি নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে চিত্রিত করতে তিনি নিজের ফোন থেকে শুরু করে এমন কোনওকিছু ব্যবহার করতেন না যেগুলো তাঁর মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে।