𒊎 বিলাসবহুল গাড়ি নয়, গাড়ি থেকে নেমে টুক করে জিমে নয়, পাপারাৎজিদের দেখে কেবল মুচকি হাসিও নয়। এই সারা যেন আমার আপনার পাশের বাড়ির মেয়েটি। কে বলবে তিনি পতৌদি পরিবারের কন্যা! বা একজন অভিনেত্রী!
বন্ধুর সঙ্গে অটোয় করে এদিন মুম্বই ভ্রমণে যেতে দ🦩েখা গেল সইফ কন্যাকে। কালো ট্যাঙ্ক টপ আর শর্টস পরে নো মেকআপ লুকে এদিন সারাকে দেখা যায়। বন্ধুর সঙ্গে এক অটোতে বসে আছেন। হাতে ধরা ব্যাগ। দুজনে কিছু নিয়ে গল্প করছেন। এমন সময়ই তাঁকে দেখে সেখানে ছুটে আসেন পাপারাৎজিরা। তাঁদের দেখেই এক গাল হেসে ফেলেন তিনি।
পাপারাৎজিদের দেখে তিনি বলে ওঠেন, 'আপনারা ꦯআমায় কোথায় কোথায় খুঁজে নেন! কীভাবে খুঁজে নেন?' সাংবাদিকরা যখন মজা করে তাঁকে বলেন ট্র্যাকারের জন্য তাঁকে ওঁরা সহজেই খুঁজে পেয়ে যান সারাও রীতিমত মশকরা জোড়েন তাঁদের সঙ্গে। বল🌼েন, 'আমার গায়ে ট্র্যাকার লাগানো?' তাঁকে এদিন পাপারাৎজিদের নমস্কার করতেও দেখা যায়।
আরও পড়ুন: ‘জারা হাটকে জারা বাঁচকে’ সাফল্য পেতেই গণেশের মন🦂্দিরে সারꦿা, তুললেন ভক্তদের সঙ্গে ছবিও
অনেকেই এই ভিডিয়ো দেখে বেশ মজা পেয়েছেন। অনেকেই আবার বলেছেন উনি ইচ্ছে করেই সাধারণ মেয়ে সাজতে চেয়েছেন🎐। এভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তিনি কতটা মাটির মানুষ সেটাই প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে এক ব্যক্তি লেখেন, 'এই মেয়েটি পারবে সেলেব রুল বদলাতে।' আরেকজন লেখেন, 'যেমন সাধারণ মেয়ে, তেমনই মিষ্টি।'
এদিন পর সারাকে মুম্বইয়ের পথে পথে বন্ধুটির সঙ্গে 🔥ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁরা একত্রে সি বিচে গিয়ে লোকাল খাবার খান, একসঙ্গে অনেকটা পথ হেঁটে আড্ডা দেন। সবটাই ক্যামেরাবন্দি হয় পাপারাৎজিদের ক্যামেরায়।
অভিনেত্রীকে শে🌞ষবার ভিཧকি কৌশলের সঙ্গে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিতে দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে তেমন ভালো চলেনি এই ছবি।
আগামীতে তাঁকে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এখানে থাকবেন আদিত্য রয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, ফতিমা সানা শেখ। এছাড়া ‘এ মেরে ওয়াতান কে লোগো’ ছবিতে তিনি একজন স্বাধীনতা সংগ্ౠরামীর চরিত্রে অ🙈ভিনয় করবেন।