বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan on Chaleya:নয়নতারা নন, প্রীতি জিন্টার সঙ্গে চালেয়ায় নাচছেন শাহরুখ! ভক্তের এডিটিং দেখে কী বললেন কিং খান
পরবর্তী খবর
Shah Rukh Khan on Chaleya:নয়নতারা নন, প্রীতি জিন্টার সঙ্গে চালেয়ায় নাচছেন শাহরুখ! ভক্তের এডিটিং দেখে কী বললেন কিং খান
1 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 01:09 PM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan on Chaleya: জওয়ান ছবির চালেয়া গানের সঙ্গে কাল হো না হো ছবির প্রিটি ওম্যান গানের মিক্স! শুনে কী বললেন শাহরুখ?
প্রিটি ওম্যান ভিডিয়োর সঙ্গে চালেয়াকে মিশিয়ে তাক লাগলেন শাহরুখ ভক্ত
শাহরুখ খান অভিনীত জওয়ান গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পর থেকে এই ছবি দারুণ সাড়া পেয়েছে। এখনও এক মাস হয়নি এর মধ্যেই ছবি ৬০০ কোটি প্রায় ছুঁয়ে ফেলেছে। জওয়ান ছবিটির একাধিক গানও সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং। এর অন্যতম হল চালেয়া। এই গানের সুরে সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই রিল বানিয়ে ফেলেছেন। এবার শাহরুখ খানের এক ভক্ত চালেয়ার সঙ্গে তাঁর আরেক ছবি কাল হো না হোর প্রিটি ওম্যান গানটির রিমিক্স করেছেন। আর সেই ভিডিয়ো গিয়ে পৌঁছেছে শাহরুখ খানের কাছে।
চালেয়া প্রিটি ওম্যান রিমিক্স
শাহরুখের এক ভক্ত প্রিটি ওম্যান গানটির আসল ভিডিয়োর মিউজিক অফ করে তাতে চালেয়া গানটি যোগ করে দিয়েছেন। আর গোটা বিষয়টা এমন ভাবে এডিট করেছেন যেন মনে হচ্ছে ২০০৩ সালে মুক্তি পাওয়া এই ছবির গানে সত্যি সত্যি শাহরুখ এই ২০২৩ সালে রিলিজ হওয়া গানটি গাইছেন।
তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'চালেয়া মিটস প্রিটি ওম্যান। কাল হো না হোর আমান জওয়ানের চালেয়ার সুরে নাচছে। আশা করব শাহরুখ খান এটা দেখবেন। ভিডিয়োতে আশা করি নাচের স্টেপগুলো দারুণ ভাবে মিলে গেছে, যদিও আমার জওয়ান নিয়ে অন্যান্য এডিটগুলো আরও বেশি সুন্দর।'