বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: রাম চরণকে 'ইডলি' ডেকে বিপাকে শাহরুখ! অতীতে কবে কবে দক্ষিণ ভারতীয়দের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন?
পরবর্তী খবর
Shah Rukh Khan: রাম চরণকে 'ইডলি' ডেকে বিপাকে শাহরুখ! অতীতে কবে কবে দক্ষিণ ভারতীয়দের নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন?
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 05:57 PM ISTSubhasmita Kanji
Shah Rukh Khan: সম্প্রতি অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে রাম চরণকে নাচার জন্য ডাকার সময় দক্ষিণ ভারতীয়দের নিয়ে মজা করে বসেন শাহরুখ খান। ব্যাস, তারপরই তাঁকে পড়তে হয়েছে কঠিন সমালোচনার মুখে।
রাম চরণকে 'ইডলি' ডেকে বিপাকে শাহরুখ!
শাহরুখ খান তাঁর গোটা পরিবারের সঙ্গে সম্প্রতি গুজরাটের জামনগরে গিয়েছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে সামিল হতে। সেখানকার একাধিক ভিডিয়ো, ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। কিং খানকে যেমন স্ত্রী গৌরীর সঙ্গে নাচতে দেখা গিয়েছে, তেমনই তিনি স্টেজে আগুন সরিয়েছেন সলমন খান, আমির খানের সঙ্গে নেচে। বাদ দেননি রিহানার সঙ্গে নাচ করতেও। তবে এসবের মাঝে তাঁকে নিয়ে একটি বিতর্ক উসকে গিয়েছে। সেখানে তিনি রাম চরণকে মঞ্চে ডাকার জন্য এমন কিছু কথা বলেছেন যা দক্ষিণ ভারতীয়রা মোটেই ভালো ভাবে নেননি।
কী বলেছেন শাহরুখ খান?
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে আমির এবং সলমন খানের সঙ্গে শাহরুখকে অস্কারজয়ী আরআরআর ছবির নাটু নাটু গানে নাচতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন এই ছবির অভিনেতা রাম চরণ। তাঁকে মঞ্চে ডাকার আগে বেশ কয়েকটি কথা বলেন শাহরুখ খান যা শুনে বেজায় চটেছেন দক্ষিণ ভারতীয়রা। তিনি এদিন মঞ্চ থেকে তামিল ভাষায় বলেন, 'হ্যাঁ তামিল, তেলুগু নয়।' বক্তব্যের শেষে বলেন 'ইডলি রাম চরণ।'
আসলে উত্তর ভারতীয়রা বা আরও অনেকেই মনে করেন দক্ষিণ ভারতের সবাই ইডলি ধোসাই খায়। আর কিছুই না। যাহাই তামিল, তাহাই তেলুগু, এমন একটা ব্যাপার। এটা মনে করে বা বলে তারা মজা পেলেও, হাসলেও ব্যাপারটা মোটেই পছন্দের না দক্ষিণ ভারতীয়দের।
তাই এদিন যখন শাহরুখ রাম চরণকে ইডলি বলে ডাকেন তখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটার প্রতিবাদ করে লেখেন, 'যদি সবটাই এতটাই স্টিরিওটাইপ করা হয়। তাহলে কি ওঁকে (শাহরুখ) সন্ত্রাসবাদী বলে ডাকলে ভুল হবে?'
এর আগেও শাহরুখ খান একাধিকবার এমন বেফাঁস কথা বলেছেন
এটাই প্রথমবার নয় যখন শাহরুখ খান দক্ষিণ ভারতীয়দের নামে এমন কিছু কথা বেফাঁস বলেছেন। ২০১১ সালে যখন তাঁর রাওয়ান ছবিটি মুক্তি পায় তখন সেখানে তিনি এক তামিলিয়ানের চরিত্রে অভিনয় করছিলেন আর কথায় কথায় ইয়ান্না রাস্কালা, আইয়ো, মাইন্ড ইট, ইত্যাদি বলেছেন। এছাড়া তাঁর চেন্নাই এক্সপ্রেস ছবিতেও দক্ষিণ ভারতীয়দের কালো, অশিক্ষিত, ইংরেজি না জানা মানুষ হিসেবে দেখানো হয়েছে।
ফলে বারবার এভাবে দক্ষিণ ভারতীয়দের নিয়ে বেফাঁস মন্তব্য করায় তাঁর অনেক ভক্তরাই বেজায় চটেছেন তাঁর উপর। যদিও তাঁর সম্প্রতি মুক্তি পাওয়া পাঠান, জওয়ান দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভালোই ব্যবসা করেছিল। তাঁর একাধিক দক্ষিণ ভারতীয় বন্ধু আছে। বা একাধিক দক্ষিণ ভারতীয় পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করেছেন। তারপরও এমন মন্তব্য অনেকেই মানতে পারছেন না।