২০২৫ সালের শুরুটা হিন্দি চলচ্চিত্র ꦛব্যবসার ক্ষেত্রে মোটেও সুখকর নয়। একের পর এক বিগ বাজেটের সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। সিকন্দরের বেহাল অবস্থা যেন আরও চিন্তায় ফেলেছে পরিচালক-প্রযোজকদের। এবার এই প্রসঙ্গে কথা বলতে শোনা গেল সুজিত সরকারকে।
হিন্দি সিনেমার বেহাল অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সুজিত বলেন, ‘এই মুহূর্তে হিন্দি সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিচ্ছে। প্রথমত, গল্প বলার ক্ষেত্রে প্রযোজক বা পরিচালকরা ঝুঁকি নিতে চাইছেন না। গতানুগতিক একই গল্প দেখানো হচ্ছে যা মানুꦿষের পছন্দ হচ্ছে না। গল্প বলা👍র ক্ষেত্রে একটু ঝুঁকি নিতেই হবে, না হলে হবে না।’
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে..♈.', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: কবে মুক্তি পাচ্ছে ‘সিতারে জম♍িন পর'-? ঘোষণা হল দিন, বক্স অফিসে লড়াই কার সঙ্গে?
পরিচালক বলেন, ‘দ্বিতীয় সমস্যা হল জনপ্রিয় অভিনেতাদের অত্যাধিক পারিশ্রমিক। প্রয়োজনেরও অতিরিক্ত পারিশ্রমিক নেও꧅য়ার ফলে সমস্যায় পড়তে হয়, প্রযোজক এবং পরিচালকদের। সকলের কাছে একটাই অনুরোধ, দয়া করে পারিশ্রমিক কমান। যদি সেটা না হয়, তাহলে♑ ভবিষ্যতের পরিচালকরা বড় তারকাদের সঙ্গে কাজ করতে পারবেন না।’
পিকু পরিচালক আরও বলেন, ‘আমার প্রযোজনা সংস্থা যে সিনেমা তৈরি করেছে তার সব খরচ আয়ত্তের মধ্যেই থাকে। কখনও অতিরিক্ত খরচ করি না আমরা। তাই আমাদের অভিযোগ কম। এতদꦏিন পর্যন্ত আমরা যে সমস্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছি তারা বোঝেন, সুজিত সরকারের রাইজিং সান প্রযোজিত ছবির বাজেট কম থাকে তাই তাঁরা পারিশ্রমিক কম পাবেন।’
আরও পড়ুন: একাই একশো! সিস্টে🥂মের বিরুদ্ধে লড়াই নওয়াজ 🐽উদ্দিনের, মুক্তি পেল ‘কোস্টাও’ ট্রেলার
আরও পড়ুন: অসুখ না অন্য কিছু? আচমকা ওজন কমে যাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন করণ๊ জো𒈔হর
প্রসঙ্গত, ২০২৪ সালে সুজিতের ‘আই ওয়🎀ান্ট টু টক’ সিনেমাটি বেশ ভালোই পছন্দ হয়েছিল মানুষের। এই সিনেমায় অভিনয় করে অভিষেক বচ্চন প্রশংসিত হয়েছেন সমালোচকদের কাছ থেকে। শুধু তাই নয়, অভিষেক এই সিনেমায় অভিনয় করে একাধিক🐠 পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন।