মেলাডি সং হোক বা আইটেম সং, বলিউডের নারী কন্ঠ মানেই শ্রেয়া ঘোষাল। তবে তিনি যে গানগুলি গান, সেগুলি পরবর্তীকালে নিজের শুনতে কেমন লাগে তাঁর? সম্প্রতি 'চিকনি চামেলি' গানের 🐻প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের অ🎉স্বস্তির কথা তুলে ধরলেন শ্রেয়া ঘোষাল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল বলেন, বলিউডে কিছু কিছু এমন গান তৈরি হয় যেখানে মেয়েদের একটি দ্রষ্টব্য হিসেবে ✃ব্যবহার করা হয়। নারীদের সেক্সি, বস্তুনিষ্ঠ করে দেওয়ার প্রবণতা থাকে সেই সমস্ত গানগুলির মধ্যে। তবে সময়ের সঙ্গে আমি অনেক সচেতন হয়েছি কারণ অনেক ছোট ছোট শিশুদের এই গানের তালে তালে নাচ করতে দেখেছি।
আরও পড়ুন: আসছে পাঠান♕ ২, এবারও কি জিম চরিত্রে দেখা যাবে জনকে, নাকি হবে মুখবদল?
আরও পড়ুন: বিয়ের ৩৭ বছর পর, সত্যিই কি গোবিন্দাকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী? মুখ খুললে🏅ন সুনীতা🌱র ম্যানেজার
শ্রেয়া বলেন, আমি আমার সামনে ছোট ছোট শিশুদের ‘চিকনি চামেলি’ গানꦅের তালে তালে নাচ করতে দেখেছি। ওরা হয়তো কিছুই বোঝে না, কিন্তু আমার খুব লজ্জা লাগেꦍ। আমি খুব বিব্রত বোধ করি যখন পাঁচ বা ছয় বছরের কোন শিশু এই গানের তালে তালে কাজ করে কিছু না বুঝেই।
গায়িকা বলেন, এই গানগুলি যদি কোনও মেয়ে লিখতেন তাহলে হয়তো অন☂েক বেশি সচেতন হয়ে൲ লিখতে পারতেন, কিন্তু পুরুষ লেখকদের দ্বারা গানগুলি লেখার কারণে গানগুলির ভাষা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই গানগুলির প্রভাব মানুষের মনে ভীষণভাবে প্রভাব ফেলে। আমি কখনওই চাই না এমন কোনও গান বা ব্লকবাস্টার সিনেমার অংশ হতে।
আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর, শ্বশুরবাড়ির সঙ্গে হেরা🐼থ ও শিবরাত্রি পালন করলেন সোহা, পৈতি পরে পুজো করলেন কুণাল
আরও পড়ুন: ‘আমি বিবাহিত’, শাঁখা-সিঁদুর কেন, জবাব স্বস্তিকার!ﷺ ২৫ বছর আটকে ডিভোর🅷্স, চেনেন তাঁর স্বামীকে?
শ্রেয়া ঘোষালের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই গায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ঠিকই বলেছেন শ্রেജয়া, ‘চিকনি চামেলি’ গানটি অনেক বেশি চটকদার। তবে অনেকেই🐻 আবার শ্রেয়ার এই মন্তব্য শুনে তাঁকে পাল্টা ভণ্ড বলেও আমক্রমণ করেন।
এক নেটিজেন লিখেছেন, আমি শ্রেয়ার কনসার্টে অংশ নিয়েছিলাম এবং তিনি এই গানটি 🤪স্বআগ্রহে গেয়েছিলেন। অন্য একজন লিখেছেন, স🗹ম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি পর্বে এই গানটি আমি নিজেই গয়েছিলেন এবং উপভোগ করেছিলেন। পুরোটাই আপনার ভণ্ডামি।