অবশেষে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। পিতৃপক্ষের অবসান ঘটল। মহালয়ার সকালে দেবী দুর্গার কাছে এবার বিশেষ আবেদন জানালেন টলিউডের বিভিন্ন তারকারা। কী চ🧸াইলেন শ্রু🍒তি দাস, স্বস্তিকা দত্ত, মীর আফসার আলিরা?
কী লিখলেন শ্রুতি?
মহালয়ার ভোরে এদিন শ্রুতি দাসের পোস্ট ꦗজুড়ে কেবলই মর্ত্যের অসুরদের বিনাশের প্রার্থনা। অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, 'দেবীপক্ষের সূচনায় একটাই প্রার্থনা এইবারটি মর্ত্যের অসুর বিনাশ করো মা, শুভ মহালয়া।' প্রসঙ্গত শ্রুতি কিন্তু আরজি কর কাণ্ডের পর সক্রিয় ভাবে পথে নেমেছিলেন বিচার চেয়ে। মহালয়া🌱র দিনও তার অন্যথা হল না।
আরও পড়ুন: 'জয়া জি-কে কোন হি🦂রোর সঙ্গে দেখলে হিংসে হতো?' KBC -তেꦚ এসেই অমিতাভকে গুগলি আমিরের! জবাবে কী বললেন বিগ বি?
কী লিখলেন মীর আফসার আলি?
মীর এদিন একটি ছবি শেয়ার করেন। সেখানে লেখা, 'দেবীপক্ষ পক্ষপাতহীন হোক অভয়ার বিচার।' ক্যাপশনে লেখেন, 'দেবীপক্ষের🍰 সূচনা।' মীরও বারংবার এই ঘটনার 𝕴বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
স্বস্তিকা দত্তের পোস্ট
স্বস্তিকা দত্ত এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যে রাত দখলের কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানেই উপস্থিত ছিলেন। এটি সেখান থেকেই মশাল হাতে জমায়েতের ছবꦫি পোস্ট করে লেখেনౠ, 'দেবীপক্ষ।' যদিও ছবিটি তাঁর তোলা নয়।