তৈমুর আলি খান, সাইফ আলি খান এবং করিনা কাপুর খানের বড় পুত্র। ২০ ডিসেম্বর ৮ বছরে পদার্পণ করল তৈমুর। তৈমুরের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টি ভিডিয়ো 🦄পোস্ট করেছেন সোহা আলি খান। কী রয়েছে সেই ভিডিয়োয়?
সোহা যে ভিডিয়োটি♑ পোস্ট করেছেন তা🔜র ক্যাপশনে তিনি লিখেছেন, তৈমুর ৮ বছরে পদার্পণ করল। ইনায়ার সঙ্গে তৈমুরের কিছু সুন্দর মুহূর্ত রইল এখানে। সোহা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ইনায়ার ছোট থেকে তৈমুরের সঙ্গে বড় হওয়া। কখনও খাটের ওপর লাফিয়ে বেড়াচ্ছে দুটি শিশু, কখনও আবার একসঙ্গে সুইমিংপুলে সাঁতার কাটছে।
আরও পড়ুন: ডিভোর্সি, বয়সে ছোট ফুটবলারের সঙ্গে চুটিয়ে প্রেম! প্রবীরের জন্মদিনে আদ𓄧ুরে শুভেচ্ছা ෴গীতশ্রীর
আরও পড়ুন: হাউজকিপিং স্টাফদের '♏দাদা-দিদি' বল𝔉ে সম্বোধন! নীতার ব্যবহারে মুগ্ধ নেটপাড়া
ভিডিয়ো🅷টি দেখলেই বুঝতে পারবেন, এটি কোনও একদিন বা এক বছরের ভিডিয়ো💎 নয়। ছোট থেকে দুই ভাইবোন যেভাবে একে অন্যের সঙ্গে বড় হয়েছে, তারই ছোট ছোট মুহূর্ত ভিডিয়োর আকারে পোস্ট করেছেন সোহা। দাদা বোনের মধ্যে যে বেশ মিল, তা কিন্তু বোঝাই যাচ্ছে ভিডিয়ো দেখে।
সোহার পোস্টে কಞমেন্ট করে প্রত্যেকে তৈমুরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, ইনায়া তৈমুরের থেকে মাত্র ১ বছরের ছোট। তবে ১ বছর বললে ভুল বলা হব𓃲ে, কয়েক মাসের ছোট বড় এই পিসতুতো মামাতো ভাই বোন। তবে ছোট থেকে যেহেতু দুজনে একসঙ্গে বড় হয়েছে, তাই তাদের মধ্যে মিল ভীষণ।
তৈমুরের জন্মের ৫ বছর পর করিনা দ্বিতীয়বার গর্ভবতী হন। ছোট্ট জে🍷হ আসে অভিনেত্রীর কোল আলো করে। সম্প্রতি ছোট ছেলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দꦜিতে গিয়েছিলেন করিনা এবং সাইফ, তার বেশ কিছু ছবিও ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। কাজের ফাঁকে নিজের দুই সন্তানকে সব সময় সময় দেওয়ার চেষ্টা করেন করিনা।
তবে শুধু সন্তানকে নন, গোটা পরিবারকেই সময় দেন করিনা। কিছুদিন আগেই শাশুড়ি শর্মিলা ঠাকুরের জন্মদিন উপলক্ষে গোটা পরিবার একত্র হয়েছিল একটি বাড়িতে। সারাদিন ধরে নাচ গান হৈ-হুল্লোড় চলেছিল সেই দিন। শাশুড়ি মায়ের জন্মদিন পালন করার পাশাপাশি তাঁক𒅌ে একর🅺াশ ভালোবাসা দেন করিনা, যার ফলে বোঝাই যায় শাশুড়ি বৌমার সম্পর্ক বেশ ভালই।