পরীমনির সঙ্গে ♚জন্মদিনের কেক কাটছিলেন, আর এরপরই হঠাৎ মৃত্যু হয় গৌরবের। অনেকেই তাই প্রশ্ন তুলে বলছেন, গৌরবের মৃত্যুটা স্বাভাবিক নয়। আর এই প্রশ্ন ওঠার পরই শোরগোল পড়ে গ🍌িয়েছে। এই ঘটনার তদন্ত ভার গিয়ে পড়েছে সোহমের উপর।
ভাবছেন এসব কী বলছি?
আসলে এসবই ঘটেছে 'ফেলুবক্সী'র টিজারে। দীর্ঘ প্রতীক্ষার পর ২৮ ডিসেম্বর শনিবার মুক্তি পেয়েছে 'ফেলুবক্সী'র টিজার। আর সেখানেই পরীমনি, মধুমিতা সরকারের সঙ্গে দেখা মিলেছে সোহম চক্রবর্তী। তিনিই এই গল▨্পের কেন্দ্রীয় চরিত্র 'ফেলুবক্সী'। অর্থাৎ সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ।
টিজারে সোহমের চরিত্রের বর্ণনায় বলতে শোনা গেল, ওর নাম ফেলুবক্সী, শুনেছি, ওর খুব সাহস, ও খুবই ইন্টেলিজেন্ট, আবার ডেঞ্জারাস! ছবির ট্রেলার ঢিসুম ঢিসুম মারপিট করতেও দেখা গেল সোহমকে। আবার সোহমকে খুনের ঘটনায় পরীমনিকে জেরা করতেও দেখা যায়। তিনি প্রশ্ন করেন, ‘বরুণ বাবু যে খুন হলেন, এতে তোমার কাউ﷽কে সন্দেহ হয়?’
আরও পড়ুন-'খাদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের 🐎নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?
সোহমকে বর্ষীয়ান সুমন্ত মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘প্লাস্টিক জাতীয় কোনওকিছুদিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই মৃত্যুর জন্য যে বা যাঁরা দায়ি, তাঁদের সকলকে আমি কাঠগড়ায় তুলব।’ আবর একজন সন্দেহভাজকে হুমকি দিয়ে সোহম বললেন, ‘পারলে নিজেকে বাঁচিয়ে রাখুন…। কারণ শেষ আমি দেখ♛ে ছাড়ব…।’
ট্রেলারে দেখা মেলে 'ফেলুবক্সী'র সহকর্মী ‘দেব🅠যানী’ অর্থাৎ মধুমিতা সরকারের। শনিবারই সামনে এল ছবির এই প্রথম ঝলক। চলুন এবার চোখ রাখা যাক ছবির টিজারে…
'ফেলুবক্সী' র হাত ধরেই ঢালিউডের পর প্রথমবার এই বাংলায় কাজ করেছেন বাংলাদেশের পরীমণি।🀅 পরিচালক দেবরাজ সিনহার ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন ওপার বাংলার 'পরী'। এই ছবিতে পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, এটা রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, সৃজিত আয়ুষ্মান সরকারকে।
ইতিমধ্যেই সামনে এসেছে ছবির একটি গান, ‘যদি হই আমি তোমার’। যে গানের দৃশ্যায়🐽নে দেখা মিলেছে সোহম-মধুমিতার।
এই ছবির সিনেম্যাটোগ্রা☂ফির দায়িত্ব স✤ামলাবেন 'ভিঞ্জি দা' খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।