৫৪ বছরে পা দিলেন কাঞ্꧂চন মল্লিক। তাঁর জন্মদিনের মধ্যরাতে পরিবারের সঙ্গে হইহই করে চলল মিডনাইট সেলিব্রেশন। বরের জন্মদিনের একগুচ্ছ ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শ্রীময়ী চট্টরাজ।
আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আগেই ফের মিশকা হয়ে অনুরাগের🧸 ছোঁয়ায় ফিরছেন অহনা?
আরও পড়ুন: রেইড ২-র দাপটে কাবু কেশরী চ্যাপ্টার ২! ৫ দিনেই ৮০ কোটির দোরগোড়ায় অজয়ের ছবি,♔ কী হাল অক্ষয়ের?
কী ঘটেছে?
এই প্রথম মেয়েকে নিয়ে জ෴ন্মদিন উদযাপন, সেটা তো বিশেষ হবেই। একরত্তি কৃষভিকে সঙ্গে নিয়ে এদিন মধ্যরাতে কাঞ্চন মল্লিকের জন্মদিন সেলিব্রেট করেন শ্রীময়ী চট্টরাজ। এদিন তিনটি কেক আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিধায়কের জন্য। সঙ্গে ছিল ওয়াইন। বাহারি মোমবাতি দিয়ে স𒉰াজানো হয়েছিল টেবিল।
মেয়ে কৃষভিকে ꧃কোলে নিয়ে এদিন কেক কাটেন কাঞ্চন। তারপর সেটি খাইয়ে দেন মেয়েকে, বাদ যান না স্ত্রী শ্রীময়ীও। এদিন তাঁদের রাজ, শুভশ্রী স্টাইলে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতেও দেখা যায়। কেবল স্ত্রী কন্যা নন। কাঞ্চনের মধ্যরাতের জন্মদিনের উদযাপনে ছিলেন তাঁদের পরিবারের বাকিরাও।
এদিন এই উদযাপনের একগুচ্ছ ছবির কোলাজ বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীময়ী কাঞ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। লেখেন, 'মধ্🎀যরাতের জন্মদিনের সেলিব্রেশন। শুভ জন্মদিন আমার ভালোবাসা।'
উচ্♛চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

প্রসঙ্গত কিছুদিন আগেই কৃষভির মুখে প্রসাদ দিয়েছেন এই তারকা জুটি। কাঞ্চনের বাড়ির নিয়মে মুখে ভাত নেই। তাই তাঁরা ইসকন মন্দিরে গিয়ে মেয়ের মুখে প্রসাদ দিয়েছেন। তবে আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন। সেখানে কৃষভি 🎀পরেছিল লাল বেনারসি, তাও আবার ম্যাচিং ব্লাউজ দিয়ে। মাথায় সোনালি মুকুট, শোলার মুকুট, কপালে টিপ, গলায় একাধিক হার পরে মিষ্টি করে সেজেছিল এই একরত্তি। হাতেও ছিল সোনার গয়না। কৃষভির অন্নপ্রাশনের মেনুতে ছিল কালো জিরে দেওয়া আটার লুচি, সাদা ভাত, পোলাও, এঁচোড়ের তরকারি, পনির, ডাল, বেগুনী, পাঁচ তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস।