এই মুহূর্তে হিꦫন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত ও জনপ্রিয় ধারাবাহিক রূপালি গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’। বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক হলেও গল্পের প্রয়োজনে কিছু বদল আনা হয়েছে। TRP তালিকার শীর্ষে থাক💃ে এটি। সম্প্রতি জানা গেল ১টা বা ২টো নয়, ৫টি টুইস্ট আসতে চলেছে অনুপমায়। আর মনে করা হচ্ছে, এতে ধারাবাহিকের জনপ্রিয়তা আরও বাড়বে।
শ্বশুরবাড়ি ছাড়বে অনুপমা
আসছে এপিসোডে দেখা যাবে অবশেষে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যাবে ‘অনুপমা’। এই উপলক্ষে বাড়ি আসবেন বাবুজিও। আর তিনি সম্মতি দেবেন অনুপমার এই সিদ্ধান্তে। পাখি🌳, মামাজি আর নন্দিনীর সাথে মিলে ভেজা চোখ𓆉ে অনুপমাকে বিদায় জানাবে। অনুপমার সাথে বাড়ি ছাড়বে সমরও।
বনরাজ আর বা মিস করবে অনুপমাকে
দেখা যাবে অনুপমা বাড়িতে থাকার সময় বা আর বনরাজ সবসময় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেও, অনুপমার বাড়ি ছেড়ে চলে যাওয়া প্রভাব ফেলবে তার ওপরেও। নিজেদের মধ্যে এই নিয়ে কথাও বলবে তারা। তবে তাতে অসন্তুষ্ঠ হবে কাব্যা! এবং তাদের নিষেধ করবে অনুপমার কথা ꦯএ বাড়িতে আলোচনা করতে।
কোথায় থাকবে অনুপমা?
দর্শক মনে প্রশ্ন উঠতেই পারে অনুপমা এখন কোথায় থাকবে? শাহ হাউজ থেকে বেরিয়ে যাওয়ার পর অনুপমা চলে যাবে তা💯ঁর বাপের বাড়ি। সেখানে মা আর ভাই ভাবেশের সাথেই থাকতে শুরু করবে সে। যাতে অনুপমার সাহস ও মনোবল আরও বাড়বে। এবার থেকে অনুপমার মাতৃত্বকে ঘিরেই আবর্তিত হবে গল্প।
শাহ হাউজে কাব্যার শাসন চলবে
অনুপমা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় পুরো শাহ হাউজ এসে যাবে কাব্যার দখলে। ফলত বাড়ির সদস্যদের ওপর শুরু হবে হুকুমদারি। কাব্যার সম্মতি ছাড়া কোনও কাজ হবে না শাহ হাউজে। এমꦕনকী, বা-কে দিয়েই বাড়ির সব কাজ করাবে
অনুপমাকে ফ্ল্যাট কিনে দেবে অনুজ
অনেক রিপোর্টে এমন দাবি করা হচ্ছে যে অনুজ তার ব্যবসায়িক অংশীদার অনুপমাকে একটি ফ্ল্যাট উপহার দেবেন। আর♌ সেই খবর বা আর বনরাজের কানে পৌঁছলে তাঁদের রাগ আরও বাড়বে।