পুজো, পুজো, পুজো করে গোটা এক বছর বাঙালিরা অপেক্ষা করে থাকে সেটা এই বছরের মতো শেষ। দেবী ফিরে গেছেন কৈলাশে। শনিবার কিছু জায়গায় দেবী বরণ বিসর্জন হলেও, রবিবারই অধিকাংশ জায়গায় বরণ হয়েছে। আর এই বছর প্রথমবার বরণ করলেন স্বস্তিকা দত্ত, 𝐆তাও অবিবাহিত হওয়া সত্ত্বেও। কিন্তু কেন তিনি অবিবাহিত হওয়ার পরও এই বছর বরণ করলেন? নিজেই প্রকাশ্যে আনলেন কারণ।
দেবী বরণ নিয়ে কী জানালেন স্বস্তিকা দত্ত?
এদিন এই প্রসঙ্গে আন🃏ন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁর কাছে দেবী বরণ, সিঁদুর খেলার অর্থ হল নারীশক্তির জয়। স্বস্তিকার কথায়, 'লাল রংটাকে আমি খুব পবিত্র মনে করি। যে বাঁধাধরা গতের ধারণা রয়েছে সেটা ভাঙা 🎐প্রয়োজন। আমার কাছে যেটা ঠিক, আমি সেটাই করি। বদনাম হলে হবে। নাম থাকলে বদনাম হবে।'
আরও পড়ুন: বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে হঠাৎ কী হল কোয়েলের! কেন বলল🌟েন, 'মানসিক সুস্থতা কামনা করি...'?
প্রথমবার দেবী বরণের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী জানান, 'প্রথমে একটু অস্বস্তি লাগছিল। সব বিবাহিত মহিলাদের মধ্যে আমি একা। কিন্তু আমার ইচ্ছে 🦄ছিল দেবী বরণ করার করেছি। ঈশ্বরের কাছে পৌঁছতে মানুষের তৈরি করা নিয়ম ভাঙতে পারি। খালি বিবাহিতরা দেবী বরণ করতে পারে এটা আ🍷মি মানি না।' স্বস্তিকা জানান বরণ করার সময় তাঁর গায়ে কাঁটা দিচ্ছিল। এখনও সেই ঘোর থেকে তিনি বেরোতে পারেননি।
অভিনেত্রী আরও জানান এই অস্থির সময় দেবীর আশীর্বাদ এবং ভালোবাসা আরও বেশি প্রয়োজন। মাথার উপর দেবীর হাত থাকা দরকার। প্রস🃏ঙ্গত এদিন তাঁকে বরণ করার পর দর্শনা বণিকের সঙ্গে সিঁদুর খেলতে দেখা যায়। পরেছিলেন মেরুন ব্লাউজ, সাদা লাল পাড় শাড়ি। হালকা সোনার গয়না, খোঁপায় সাজ সম্পন্ন করেন।
আরও পড়ুন: '২০২৪ ভীষণ স্বস্তিদায়ক একটা বছর...' পুজো শেষ হতে না হতেই কে💜ন এমন লিখলেন সৃজ♍িত?