চতুর্দিকে বিয়ের হিড়িক পড়ে গেছে। গাঁটছড়া বাঁ🐈ধলেন অভিনেতা দিলীপ জোশির মেয়ে নিয়তি জোশি। মেয়ের বিয়ে দিয়ে উচ্ছ্বিসত তারকা মেহতা খ্যাত অভিনেতা। যশোবর্ধন মিশ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ল নিয়তি। গুজরাতি রীতিনীতি মেনে হল বিয়ের অনুষ্ঠান। লাল-সাদা শাড়িতে পারফেক্ট গুজরাতি ব্রাইড নিয়নি। জামাই বাবাজীবনকে সাদরে পরিবারে স্বাগত জানিয়েছেন পর্দার ‘জেঠালাল’।
ইনস্টাগ্রামে মেয়ের উদ্দেশে মন ছোঁয়া পোস্ট লেখেন দিলীপ জোশি। তিনি বলেন, ‘আপনি কোনও গান থেকে বা ছবি থেকে অনুভূতি ধার নিতে পারেন, কিন্তু যখন সত্যি এমনটা ঘটে সেই অনুভূতির কোনও ভাগ ববে না। আমার ছোট্ট সোন💞ামণি নিয়তি, এবং আমার পরিবারের নতুন সদস্য, আমার ছেলে যশোবর্ধনকে নতুন জীবনের জন্য জানাই অনেক শুভেচ্ছা। আমাদের এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ’।
নিয়তির সাজে সবচেয়ꦓে নজর কাড়ল তাঁর চুলের রঙ, হ্যাঁ ছক ভাঙলেন নিয়তি। সাদা চুল রঙ দিয়ে না ঢেকে সমাজকে জরুরি বার্তা দিলেন দিলীপ জোশি কন্যা। দিলীপ জোশির ‘তারক মেহতা’ কোস্টার জেনিফার মিস্ত্রী বানশিওয়াল নবদম্পতিকে শুভেচ্ছা জানান। অভিনেত্রী তনাজ ইরানি লেখেন, ‘আমার তো ছবি দেখেই মনে হচ্ছে আমি ওখানে ছিলাম, অনেক শুভেচ্ছা আর অভিনন্দন’।
দিলীপ জোশির এই পোস্টে তারকা মেহতার ফ্যানেরা মজাদার মন্তব্যে ভরিღয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, জেঠালাল সারাদিন ববিতাজির পাশে ঘ♑ুরঘুর করে ইংরাজি শুধরে নিয়েছে। আবার কেউ বলছেন, ‘এবার পোপাটলালেরও বিয়ে দিন একটা’। উল্লেখ্য, সোনি সবের জনপ্রিয় ধারাবাহিক ‘তারকা মেহতা কা উলটা চশমা'র জনপ্রিয় চরিত্র পোপাটলাল। সে ভূমিকায় অভিনয় করেন শ্যাম পাঠক, শত ইচ্ছা সত্ত্বেও তাঁর হিল্লে হচ্ছে না। বিয়ে করতে গিয়ে বারেবারে ব্যর্থ হয় সে, তাই এদিন পোপাটলালের কথা বড্ড মনে পড়ছে ফ্যানেদের।
নিয়তির সাজে সবচেয়ে নজর কাড়ল তাঁর চুলের রঙ, হ্যাঁ ছক ভাঙলেন নিয়তি। সাদা চুল রঙ দিয়ে না ঢেকে সমাজকে জরুরি বার্তা দিলেন দিলীপ জোশ🧜ি কন্যা। দিলীপ জোশির ‘তারক মেহতা’ কোস্টার জেনিফার মিস্ত্রী বানশিওয়াল নবদম্পতিকে শুভেচ্ছা জানান। অভিনেত্রী তনাজ ইরানি লেখেন, ‘আমার তো ছবি দেখেই মনে হচ্ছে আমি ওখানে ছিলাম, অনেক শুভেচ্ছা আর অভিনন্দন’।
দিলীপ জোশির এই পোস্টে তারকা মেহতার ফ্যানেরা মজাদার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, জেঠালাল সারাদিন ববিতাজির পাশে ঘুরঘুর করে ইংরাজি শুধরে নিয়েছে। আবার কেউ বলছেন, ‘এবার পোপাটলালেরও বিয়ে দিন একটা’। উল্লেখ্য, সোনি সবের জনপ্রিয় ধারাবাহিক ‘তারকা মেহতা কা উলটা চশমা'র জনপ্রিয় চরিত্র পোপাটলাল। সে ভূমিকায় অভিনয় করেন শ্যাম পাঠক, শত ইচ্ছা সত্ত্বেও তাঁর হিল্লে হচ্ছে না। বিয়ে করতে গিয়ে বা✨রেবারে ব্যর্থ হয় সে, তাই এদিন পোপাটলালের কথা বড্ড মনে পড়ছে ফ্যানেদের।
|#+|