টেলিভিশন অভিনেতা গুরুচরণ সিং সকলের কাছে পরিচিত ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ সিরিয়ালের সোধি চরিত্রে অভিনয় কর🍌ার সুবাদে। কিন্তু দীর্ঘদিন কাজ না থাকার জন্য মানসিক অবসাদে চলে গিয়েছিলেন তিনি। টানা ৯ মাস করছিলেন অনশনও। তবে অবশেষে সমস্ত দুঃখের ছায়া কাটিয়ে কাজে ফেরার সুখবর দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একটি ভিডিয়ো।
গতবছর ২৪ এপ্রিল আচমকাই হারিয়ে যান গুরুচরণ। প্রাথমিকভাবে অপহরণ মনে করা হলেও পরে বোঝা যায়, তিনি স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। হিমালয় ধ্যান করার পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বের হলেও এক মাস পর বাড়ি ফি🎃রে আসেন তিনি। কিন্তু বাড়ি ফিরে এলেও তখন থেকেই রীতিমতো খাওয়া-দাওয়া বন্ধ করে দেন তিনি।
আরও পড়ুন: লুঙ্গিতে🍨 পুরুষ…’, জাহ্নবীর ফ্যান্টাসি আর ৩ সন্তানের প্ꦫল্যানিং শুনে হয়রান করণ!
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ইডেন ম্যাচের টিকিট চুরি! সুইꦿগি প্রতিনিধিকে কাঠগড়ায় তুললেন স্বস্তিকা
অভিনেতার বন্ধু ভক্তি সোনি বলেন, ২০২৪ সালের মে মাস থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দেন তিনি। কিছুতেই খাওয়ানো যাচ্ছিল না তাঁকে। তবে অবশে💮ষে ১৩ লাখ টাকার একটি ব্র্যান্ড চুক্তি পাওয়ার পর খেতে রাজি হয়েছেন তিনি। তജবে এ কথা শুধু অভিনেতার বন্ধু নয়, নিজের মুখে স্বীকার করেছেন অভিনেতাও।
সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি যেখানে তিনি বলেন, আমি দীর্ঘদিন কাজ না থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমি সবাইকে কাজের কথা বলেছিলাম কিন্তু পাইনি। অবশেষে ১৩ লাখ টাকার একটি চুক্তি পেয়েছি আমি। ভগবানꦚের কাছে বারবার ১৩ নম্বরের চুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করেছিলাম কারণ এটি আমাদের গুরুর নম্বর। এটি ঈশ্বরের নম্বর। আজ আমি গুরুদ্বারে যাব ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আরও পড়ুন: স্বেꦇচ্ছায় নেননি সন্তান! 💟বিয়ের ২৪ বছর পরে সম্পর্কটা ‘ভাইবোনের মতো’ মত লোপার, বয়সে কত ছোট জয়?
আরও পড়ুন: হাওড়ায় এসে দেশে পালানোর 𝔍পরিকল্পনা, তবে কেন বাংলাদেশ🅘ে ফিরতে পারেনি সইফের হামলাকারী?
প্রসঙ্গত, বহুদিন খাওয়া-দাওয়া ছেড়ে দিলেও গত ১৯ দিন ধরে জল খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তাই ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তবেꦐ এবার নতুন ভাবে নিজের কেরিয়ার শুরু করার চিন্ত♌াভাবনা করেছেন অভিনেতা।