২২ শে শ্রাবণ-এর পর এবার রবীন্দ্র কাব্য রহস্য, রবীন্দ্রনাথের লেখা কবিতার আড়ালে লুকিয়ে নিজের কার্যসিদ্ধি করল এক খুনি। তবে এই গল্পের প্রতিটি স্তরে শুধু রহস্য নয়, রয়েছে কবিগুরুর জীবনের অজানা কিছু রহস্য, যা উন্মোচন করতে মরিয়া 💜ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পারবেন কী তাঁরা?
আগামী ২০ জুন বড় পর্ꦦদায় মুক্তি পাবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’। রহস্য এবং রোমাঞ্চে ভরা এই সিনেমার টিজার মুক্তির জন্য রবীন্দ্রজয়ন্তীর দিনকেই বেছে নিয়েছেন পরিচালক। যে ছবির প্রত্যেকটি নিঃশ্বাসে থাকবেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কবিতা, তার টিজার মুক্তির জন্য এর থেকে ভালো দিন আর হতে পারে না।
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের ꦆনিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিন⭕াশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্র❀ীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনি🍒য়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা?
টিজার প্রসঙ্গে
টিজার শুরু হল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার পংক্তি দিয়ে। এরপরই যে ডায়লগটি শুনতে পাবেন তা শুনলে কিছুটা হলেও চমকে যাবেন আপন☂ি। হঠাৎ করেই অনেকটা সময় পিছিয়ে গিয়ে একটি সাদা কালো দৃশ্য ফুটে ওঠে, সঙ্গে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বাধীনতা চাননি? উনি নাকি আমাদের দেশের শত্রু ছিলেন?
এরপরেই একের পর এক খুনের দৃশ্য দেখানো হয় টিজার♑ে, কিন্তু কবিতার আড়া♓লে যে খুনি লুকিয়ে থাকে তাকে ধরা তো সহজ কাজ নয়। তাই অগত্যা কবি-প্রেমিক এক গোয়েন্দাকে আনা হয়, যে চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে শ্রাবন্তী অভিনয় করেছেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর চরিত্রে।
সিনেমার টিজারে কখনও বর্তমান সময় দেখানো হয়েছে কখনও আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সম🌌য়কাল দেখানো হয়েছে। তবে খুনি যে রবি ঠাকুরের পাগল ভক্ত তা বোঝা যায় যখন সেই খুনি বলে ওঠে, ‘তোমার অজান্তে তোমার কত স্তাবক তোমার প্রিয়জন সেজে বেড়ে ওঠে, তাদের সকলের অবস্থা তোমার অতি প্রিয়জনদের মত হোক, অকালমৃত্যু।’
লন্ডনের প্রেক্ষাপটে তৈরি হওযꦐ়া এই সিনেমার টিজার দেখলেই বোঝা যাবে যে ছবির গল্পে থাকবে টানটান উত্তেজনা। খুনি আদৌ রবি ভক্ত নাকি তার সমস্ত খুন রবীন্দ্রনাথের নামে কুৎসা রটানোর চেষ্টা মাত্র, সবটাই জানা যাবে ছবি মুক্তি পেলে।
আরও পড়ুন: 'আমার ভাই আ𒀰মাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে ব꧒াবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় রায়নার বাবা?
সায়ন্তন ঘোষাল প💯রিচালিত এই সিনেমায় ঋত্বিক এবং শ্রাবনꦓ্তী ছাড়াও অভিনয় করবেন রাজনন্দিনী পাল, ঋতব্রত মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়।