Urvashi Dholakia Car Accident: শ্যুটিংয়ের জন্য মিরা রোড ফিল্ম স্টুডিওর দিকে যাচ্ছিলেন ঊর্বশী। সেই সময় আচমকা একটি স্কুল বাস অভিনেত্রীর গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। ছাত্রছাত্রী-সহ বাসটি সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে ঊর্বশীর গাড়িতে। একটুর জন্য রক্ষা পান অভিনেত্রী।
ঊর্বশী ঢোলাকিয়া
গাড়ির দুর্ঘটনার মুখোমুখি হন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ ঊর্বশী ঢোলাকিয়া। শনিবারের ঘটনা। জানা গিয়েছে, এ দিন মুম্বইয়ে শ্যুটিংয়ের জন্য যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী।
জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' সিজন ৬-এর বিজয়ী ঊর্বশী। পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কে'-তে অভিনয় করেছেন। ধারাবাহিকে ঊর্বশীর চরিত্রে নাম ছিল কমলিকা। এই ধারাবাহিকে অভিনয়ের পর দর্শকমহলে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
শ্যুটিংয়ের জন্য মিরা রোড ফিল্ম স্টুডিওর দিকে যাচ্ছিলেন ঊর্বশী। সেই সময় আচমকা একটি স্কুল বাস অভিনেত্রীর গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। ছাত্রছাত্রী-সহ বাসটি সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে ঊর্বশীর গাড়িতে। একটুর জন্য রক্ষা পান অভিনেত্রী। আরও পড়ুন: ‘আমি সুশান্ত সিং রাজপুত হতে চাইনা’, রাখির অভিযোগের পালটা মুখ খুললেন আদিল
জানা যাচ্ছে, গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও কোনও চোট পাননি তিনি। তেমন কোনও গুরুতর কিছু ঘটেনি ঘটনাস্থলে। এরপরই গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে বেরিয়ে যান ঊর্বশী। অভিনেত্রীর গাড়ি চালকের বয়ান রেকর্ড করেছে কাশিমিরা থানার পুলিশ। গাড়ির চালকের বিরুদ্ধে থানায় কোনও রকম অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী। এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখতে চান অভিনেত্রী।