আজ অর্থাৎ বুধবার মহাশিবরাত্রি।আজই শেষ হয়ে যাবে মহাকুম্ভের মেলা।কুম্ভে এখনও চলছে সেলেবদের আগমন। ক্যাটরিনা কাইফ, রবিনা🅷 ট্যান্ডন, প্রীতির পর এবার স্ত্রীকে নিয়ে প্রয়াগরাজে পৌঁছেছেন উদিত নারায়ণ। সেখানে তিনি সঙ্গমে স্নান করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 🧸যোগী আদিত্যনাথের প্রশংসা করেন।
আরও পড়ুন: জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন? শিবরাত্র🥀িতে একী করলেন শ্রা🔥বন্তী?
আরও পড়ুন: পরিচালক কত পুরস্কার পেয়েছেন তা দেখে কোনও দিনই কাজ ক🌱রিনি: ইন্দ্রনীল সেনগুপ্ত
সংবাদ সংস্থা এএনআই-কে নারায়ণ বলেন, ‘আমি খুব খুশি যে ঈশ্বরের কৃপায় আমরা এই শুভ অনুষ্ঠানে এখানে আসার সুযোগ পেয়েছি। ১৪৪ বছর পর এমন যোগ তৈরি হয়েছে আর আমরা সঙ্গম যুগে এসে পৌঁছেছি। আমি মুখ্যমন্ত্রী যোগীজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি তাঁদের অভিনন্দন জানাই যে তাঁরা কত সুন্দর কাজ করেছে যা আমি বর্ণনা করতে পা🍸রব না। ওঁরা দারুণ প্রস্তুতি নিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়।’
উဣল্লেখ্য, কিছুদিন আগে একটি বিতর্কের জেরে উদিত নারায়ণের নাম আলোচনায় উঠেছিল। একটি কনসার্ট চলাকালে এক নারীর ঠোঁটে চুমু খান তিনি। উদিত নারায়ণে্র চুম্বনের সেই দ🐓ৃশ্য ভাইরাল হওয়ার পর তাঁকে নিয়ে প্রচুর ট্রোলড হতে হয়। গায়কের কিছু পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের সেরা ১০-এ মানসী, বিশ্বরূপ-স🐈হ ৪ বাঙালি, রয়েছেন অসমের মিশমജিও
এই বিষয়ে বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলেছেন উদিত। তিনি বলেন,𝄹 কিছু মানুষের হাতে অনেক সময় আছে তাই তারা সফল মানুষদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব কাজ করে। মানুষ সেলিব্রিটিদের সমালোচনা করতে পছন্দ করে। যদি সত্যি সমস্যা থাকত তাহলে যে মেয়েটিকে চুম্বন করা হয়েছিল, তিনি কেন সামনে এলেন না?