হরেক রকম পোশাকে সেজে ক্যামেরার সামনে আসেন তিনি, কখনও স্বল্প পোশাকে কখনও আবার বিনা পোশাকে সাবলীলভাবে সকলের সামনে হেঁটে যান তিনি, বলিউডে আত্মপ্রকাশ না করেও তিনি জনপ্রিয়তার দিক থেকে যে কোনও তারকাদের থেকে কম যান না, তিনি হলেন উরফি জাভে🍨দ।
আবারও খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন উরফি। তবে এবার স্বল্প পোশাকের জন্য নয়, একেবারে অন্য একটি কারণে খবরের শিরোনাম ছিনিয়ে নিলেন তিনি। আ🌟ধ্যাত্মিক টানে মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরে পুজো দিত𒀰ে দেখা গেল উরফিকে।
বাবুলনাথ মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কিছুটা অন্যরকম। মন্দিরের সিঁড়িতে উঠতে হয় হাঁটু গেড়ে, উরফিকেও দেখা গেল ওই একই কায়দায় মন্দিরে উঠতে। একটি ডেনিম প্যান্ট এ✤বং টি-শার্ট পরে, মাথায় ওড়না দিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি।
মন্দিরের প🃏্র🎉বেশের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে তিনি লেখেন, বাবুলনাথ মন্দিরে হাঁটু গেড়ে উঠলাম। তবে ওড়নার জন্য কিছুটা অসুবিধা হচ্ছিল। তবে এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা গেছে উরফিকে।
২০২৫ সালের জানুয়ারি মাসে রাজস্থানের কম্বেশর মহাদেব মন্দিরে ৪০০ সিঁড়ি ভেঙে পুজো দিয়েছিলেন উরফি। তবে বিভিন্ন হিন্দু মন্দিরে এইভাবে পুজো দেওয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেন না। ভিন ধর্মী হয়েও কীভাবে তিনি হিন্দু মন্দিরে পুজো দিতে পারেন, সেই বিষয় নিয়ে প্রশ্ন ত💜োলেন বিভিন্ন মানুষ।
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', 🥂মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ 𒆙করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেꦉন🦩 আমির?
যদিও ধর্ম প্রসঙ্গে যে উরফি ভীষণ খোলামেলা꧙, তা এর আগেও জানিয়েছেন তিনি। ছোটবেলায় বাবা তাদের ছেড়ে চল♔ে যান, মা ছিলেন ধার্মিক মানুষ। ভাই বোনেরা ইসলাম মেনে চললেও উরফি মানেন না, বাড়ি থেকে কখনও জোরও করা হয়নি তাঁকে। মন থেকে যে ঈশ্বরকে তিনি চান, সেখানেই যান শান্তির আশ্রয় পেতে।