বয়স ৮২, আর এই বয়সে এসে ফের একবার বিয়ে করে বসলেন অভিনেতা জীতেন্দ্র। অবাক হচ্ছেন তো, তবে এমনটাই ঘটেছে। বাবার বিয়ের ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতার প্রযোজক কন্যা একতা কাপুর। মালাবদল থেকে সাতপাক, সবই হয়েছে। কিন্তু এই বয়সে এসে কাকে বিয়ে করেছেন বর্ষীয়ান অভিনেতা? পাত্রী কে?
পাত্রী আর কেউ নন শোভা কাপুর। অর্থাৎ দীর্ঘদিনের জীবনসঙ্গীর সঙ্গেই আরও একবার বিয়ে সেরেছেন জীতেন্দ্র। উপলক্ষ্য ৫০ বছরের বিবাহ-বার্ষিকী উদযাপন। হ্যাঁ, একসঙ্গে, একে অপরের হাত ধরে দীর্ঘ ৫০ বছর কাটিয়ে ফেললেন তাঁরা। মুম্বইয়ে তাঁদের কৃষ্ণা বাংলোতে একটি জমকালো উদযাপনের আয়োজন করা হয়। সেখানেই আবার পুরনো বউকেই নতুন করে বিয়ে করেন বর্ষীয়ান অভিনেতা। উপস্থিত ছিলেন মুম্বইয়ের বহু তারকা। সেই সেলিব্রেশনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন জীতেন্দ্র ও শোভা কাপুরের দুই ছেলেমেয়ে একতা কাপুর ও তুষার কাপুর।
আরও পড়ুন-‘বাড়ি থেকে পালাতে চেয়েছিলাম, জিন্স পরতে চেয়েছিলাম…’, সেদিন অকপটে বলেন জাকির হুসেন
আরও পড়ুন-ছেলে-মেয়েকে নিয়ে বাপের বাড়িতে, বর্ধমানের বাড়িতে কাটানো নানান মুহূর্ত পোস্ট করলেন শুভশ্রী
আরও পড়ুন-'ওয়াহ তাজ', জাকির হুসেনের পুরনো বিজ্ঞাপনে ছোটবেলার স্মৃতি তাজা করলেন নেটিজেনরা