‘জারা হটকে জারা বাঁচকে’র সাফল্য পার্টিতে চুটিয়ে আনন্দ করেছেন ছবির কাস্ট এবং নির্মাতারা। ছবির দুই মুখ ভিকি কৌশল এবং সারা আল🅠ি খান ছবির থেকে অনুপ্রেরণা নিয়েই এ দিন আউটফিট পরেছꦿিলেন। কৃতি শ্যানন, সোনাক্ষী সিনহা, তামান্না ভাটিয়া এবং অন্যান্য বি-টাউনের তারকারা এই সাক্সেস পার্টিতে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে কেমন সেজে এসেছিলেন তারকার দেখুন ছবি-
ভিকি কৌশল ‘জারা হটকে জারা বাঁচকে’র প্রচারে কালো সোয়েটশার্ট এবং ম্যাচিং লিনেন প্যান্ট সেট পরে হাজির হন। সারা আলি খান ছবির সাফল্যের পার্টিতে তাঁর সহ-অভিনেতা ভিকি কৌশলের মতো ক্যাজুয়াল আউটফিট বেছে নিয়েছিলেন। আরও পড়ুন: নাতির প্রাক-বিয়ের অনুষ্ঠানে ধর্মেন্দ্র কোথায়? করণ-দ্রিশার কেক কাটার ভিডিಌয়ো ভাইরাল
অভিনেত্রী কৃতি শ্যানন গাঢ় নীল রঙের হল্টার🐻 নেক বডিকন ড্রেসে হাজির হন🍒 পার্টিতে।
‘জারা হটক🍸ে জারা বাঁচকে’র সাকসেস পার্টির জন্য শর্ট কালো পোশাক বেছে নিয়েছিলেন তামান্না ভাটিয়া।
‘জারা হটকে জারা বাঁচকে’র সাকসেস পার্টিতে কালো শার্ট প্যান্টে ধরা দেন অভি🌠নেত্রী সোনাক্ষী সিনহা। চর্চিত বয়ফ্রেন্ড জাহির ইকবালের সঙ্গে এ দিন পার্টিতে যোগ দেন তিনি।
উল্লেখ্য, বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন ভিকি কৌশল ও সারা আলি খান। বেশ রমরমিয়েই ব্যবসা করছে ভিকি-সারার ‘জারা হটকে জারা বাঁচকে’। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ৫০ কোটির গণ্ডি টপকে ফেলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’। ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ জানিয়েছেন, ‘জারা হটকে জারা বাঁচকে হিট। এটꦯি ১০ দিনে ৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। ছবিটি ৭০ কোটি ছুঁয়ে ফেলার ক্ষমতা রাখে। অনেকেই ভেবেছিলেন এটা হয়ত সব মিলিয়ে ২০ কোটির বেশি ব্যবসা করতে পারবে না, সেই সমস্ত গণনা ভুল প্রমাণ করেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার বক্স অফিসে এই ছবির ব্♓যবসা ছিল ৩.৪২ কোটি টাকা, শনিবার ৫.৭৬ কোটি টাকা, রবিবার ৭.০২ কোটি টাকা। যা সবমিলিয়ে দাঁড়ায় ৫৩.৫৫ কোটি টাকা।’
তরণ আদর্শ আরও উল্লেখ করেছেন, এই ছবিটি হিন্দিতে এই বছরের তৃতীয় বৃহত্তম💎 হিট। প্রথম তিনটি হিট ছবির তালিকায় রয়েছে পাঠান (জানুয়ারি) দ্বিতীয়, দ্য কেরালা স্টোরি (মে), আর এর পরেই রয়েছে 🐻‘জারা হাটকে জারা বাঁচকে’। ২০২৩ সালে এই ছবিটি তৃতীয় হিট হিন্দি ছবি।
প্রসঙ্গত, 'জারা হাটকে জারা বাঁচকে' ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর, যিনি কিনা এর আগে ‘মিমি’ ‘লুকাছুপি ’র মতো হিট ছবি দিয়েছেন। ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিও দ্বারা সহ-প্রযোজিত, জারা হাটকে জারা বাঁচকে ছবিতে ভিকি-সারা ছাড়াও অভিনয় করেছেন ইন🌟ামুলহক, সুস্মিতা মুখোপাধ্যায়, নীরজ সুদ, রাকেশ বেদী ও শরীব হাশমি।