বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছেন ভিকি কৌশল ও সারা আলি খান। বেশ রমরমিয়েই ব্যবসা করছে ভিকি-সারা🎶র ‘জারা হটকে জারা বাঁচকে’। বক্স অফিসে দীর্ঘদিন চলা বলিউডের ছবির খরা কাটিয়ে অবশেষে বর্ষা নামাতে পেরেছেন সারা ও ভিকি। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ৫০ কোট💝ির গণ্ডি টপকে ফেলেছে ‘জারা হটকে জারা বাঁচকে’।
ফিল্ম বিশ্লেষক তরণ আদার্শ লিখেছেন, ‘জারা হটকে জারা বাঁচকে হিট। এটি ১০ দিনে ৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। ছবিটি ৭০๊ কোটি ছুঁয়ে ফেলার ক্ষমতা রাখে। অনেকেই ভেবেছিলেন এটা হয়ত সব মিলিয়ে ২০ কোটির বেশি ব্যবসা করতে পারবে না, সেই সমস্ত গ🎀ণনা ভুল প্রমাণ করেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার বক্স অফিসে এই ছবির ব্যবসা ছিল ৩.৪২ কোটি টাকা, শনিবার ৫.৭৬ কোটি টাকা, রবিবার ৭.০২ কোটি টাকা। যা সবমিলিয়ে দাঁড়ায় ৫৩.৫৫ কোটি টাকা।’
আরও পড়ুন-ভিকির পরানো মঙ্গলসূত༒🅠্র সযত্নে তুলে রেখেছেন সারা, সামনে এল সত্য়ি…
আরও পড়ুন-‘আমার মেয়ে স্টারকিড হয়েও বাইরের ছেলেমেয়েদের থেকে বেশি লড়াই করছে’, ♔উল্টো সুরে গ🔯াইলেন অনু মালিক