গত জানুয়ারির ঘটনা। সোশ্যাল মিডিয়া চর্চার বিষয়বস্তু থেকে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন। অভিযোগ ছিল, দেব অনুরাগীদের কুরুচিকর আক্রমণের শিকার পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিবাদ করলে অশালীন আক্রমণের মুখে পড়তে হয় শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেনকেও। এখানেই শেষ নয়, তাঁকে নিয়ে কুরুচিকর, যৌনগন্ধী মিমও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়।
ঘটনার পরপরই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেনরাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর ফের শিবপ্রসাদ-পত্নীর ‘অর্ধনগ্ন-বিকৃত’ ছবি ছড়ানো হয়। তখন রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। আর এবার সেই ঘটনায় আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান রেকর্ড করলেন চিত্রনাট্যকার-সাংবাদিক জিনিয়া সেন।
এবিষয়ে আনন্দবাজারকে জিনিয়া সেন জানান, গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের কিনারা এখনও হয়নি। তার মধ্যেই তাঁর বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর মতে, এই পদক্ষেপ ধর্ষকামের পরিচায়ক। সাফ জানান, তাঁর এই লড়াই বিকৃত মানসিকতার বিরুদ্ধে। জানান, এই মানসিকতার সঙ্গে আপস তিনি করবেন না। আর তাই আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করেছেন।
আরও পড়ুন-মনোজ কুমারের শেষকৃত্যে এসে বেজায় চটলেন, রাগ দেখিয়ে ক্যামেরা ঠেলে দিলেন অভিষেক বচ্চন
জিনিয়ার কথায়, হুমকি আর কটাক্ষের মধ্যে সামান্য ফারাক। তিনি কটাক্ষের ঘোর বিরোধী। যাঁদের সঙ্গে এই নিন্দনীয় ঘটনা ঘটে তাঁরাই জানেন যে মনের উপরে কতটা চাপ পড়ে। এছাড়াও দিবালোকে কাউকে হুমকি দেওয়াও সমান নিন্দনীয় বলে জানান তিনি।
‘দেব অনুরাগী’দের এধরনের কাজকর্ম প্রসঙ্গে জিনিয়া বলেন, যাঁরা এমন কাজ করেছেন, তাঁরা প্রকৃতপক্ষেই অনুরাগী কিনা তাঁর সন্দেহ রয়েছে। তাঁর কথায়, দেব থাকলেও হয়ত একই পদক্ষেপ করতেন।
প্রসঙ্গত, উইনডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ ব্লকবাস্টার হয়। আর এর ঠিক পরপরই 'খাদান'-এর সাফল্যে বক্স অফিসে যখন শুধুই দেবের জয়জয়কার। তখনই শিবপ্রসাদকে আক্রমণ করে বসেছিলেন দেব অনুরাগীরা। যদিও ‘খাদান’-এর প্রথম হল ভিজিটের গিয়ে দেব বলেছিলেন ‘বহুরূপী’ ২০২৪-এর বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখতে। কিন্তু আচমকাই শিবপ্রসাদকে আক্রমণ করা শুরু করে দেবভক্তরা। তখনই বিতর্ক দানা বাঁধে।