আজকাল স্টাইলিশ এবং জমকালো দেখতে ব্লাউজ তৈরির একটা ট্রেন্ড চলছে। কিন্তু বেশিরভাগ মহিলার পোশাকের অঙ্গ হিসাবে, তাদের অবশ্যই সামনের হুক সহ সাধারণ এবং সহজ ডিজাইনের গোল গলার ব্লাউজই দেখা যায়। যদি এই ব্লাউজগুলো ফ্যাশনের বাইরে বলে ভেবে পরা বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু ভুল করছেন! পুরনো ব্লাউজকে নতুন ডিজাইনে করে তোলার ‘হ্যাক’টি জেনে নিন। যার সাহায্যে আপনি যেকোনো সাধারণ ফ্রন্ট হুক ব্লাউজকে স্টাইলিশ করে তুলতে পারেন, এই সহজ কৌশলটি জেনে নিন।
রিং ব্যবহার করে স্টাইলিশ করার উপায়:-
যদি আপনার পুরনো ব্লাউজ ফ্রন্টাল হুকের হয়, তাহলে ব্লাউজের পিছনের দিকের জন্য একটি আপনার পছন্দসই মাপের পাতলা চুরি (ছোট চুরি নিলে ভালো) বা রিং নিন। সেটিকে ব্লাউজের পিছনের অংশের মাঝখানে এমনভাবে বসান যাতে তা বাইরে থেকে বোঝা না যায়। অর্থাৎ ব্লাউজের ভিতরের অংশে ছোট্ট সাইজের পাতলা চুরি বা রিং নিয়ে তা রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে বাঁধতে পারেন। রাবার ব্যান্ডের ওপরে জরি দিয়ে তা ঢাকাও দিতে পারেন। এতে ব্লাউজের পিছনের দিকে মাঝখান বরাবর একটি গোলাকার ডিজাইন তৈরি হবে। যা পুরনো ব্লাউজকে নিমেষে নতুন করে দেবে। এত ব্লাউজ V কাটের মতো লুক নেবে!
একটি সাধারণ ফ্রন্ট কাট ব্লাউজকে স্টাইলিশ করে তোলার কৌশল
পুরনো একঘেয়ে গোল গলার ব্লাউজ পরে যদি খুব বিরক্তি আসে, তাহলে তাকে নতুন ডিজাইন দিতে হলে, তার কাঁধের কাছ থেকে হালফ্যাশনের ম্যাচিং জরির দড়ি জুড়ে নিতে পারেন। এছাড়াও ব্লাউজের হাতায় উরের অংশ ও নিচের অংশে স্টাইলিশ 'পমপম'ও যোগ করতে পারেন। তবে তা যাতে মানানসই হয়, সেদিকে দিতে হবে নজর। অনেকে ছোট বড় করা যায় এমন রিং ব্যবহার করেও পুরনো ব্লাউজকে নতুন লুক দিয়ে থাকেন। ব্লাউজ যদি একদম একরঙা হয়, তাহলে ফ্যাশনের ট্রেন্ড অনুযায়ী পিঠে আঁকিয়ে নিতে পারেন কোনও ডিজাইন। কিম্বা সুতোর কাজের কিছু পছন্দ থাকলে তা হাতায় বা পিঠের অংশে আর্টওয়ার্ক হিসাবে করিয়ে নিতে পারেন।
পুরনো ব্লাউজের একঘেয়েমি আর কিছু টিপস:-
অনেক সময়ই হয়ে থাকে যে, যখন পুরনো ব্লাউজ ঠিক থাকলেও তার সঙ্গে ম্যাচিং শাড়িটি আর আগের মতো বাইরে পরার অবস্থায় থাকে না। বিশেষত তাঁতের শাড়ির ক্ষেত্রে এই সমস্যা হয়। এক্ষেত্রে সেই ব্লাউজকে ওই শাড়িটির সঙ্গে না পরে, অন্য কনট্রাস্টের শাড়ির সঙ্গে পরেও কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। ব্লাউজ নিয়ে এমন হাজারও স্টাইল ট্রাই করতে অনেকেই পছন্দ করেন।