বাংলা নিউজ > টুকিটাকি > World Wildlife Day: বিশ্ব বন্যপ্রাণী দিবসে প্রধান মন্ত্রীর গির সাফারি! 'অমূল্য সম্পদ…', বিশেষ বার্তা সচিনের
পরবর্তী খবর
World Wildlife Day: বিশ্ব বন্যপ্রাণী দিবসে প্রধান মন্ত্রীর গির সাফারি! 'অমূল্য সম্পদ…', বিশেষ বার্তা সচিনের
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2025, 12:01 AM ISTSayani Rana
সোমবার বিশ্ব বন্যপ্রাণী দিবস। ভারতেও রয়েছে নানা রকমের বন্যপ্রাণ, আর তাদের সংরক্ষণ ভীষণ ভাবে প্রয়োজনীয়। এদিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, মন্ত্রী কিরেন রিজিজু সেই বার্তাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
বিশ্ব বন্যপ্রাণী দিবসে প্রধান মন্ত্রীর গির সাফারি! 'অমূল্য সম্পদ…', বিশেষ বার্তা সচিনের
সোমবার বিশ্ব বন্যপ্রাণী দিবস। ভারতেও রয়েছে নানা রকমের বন্যপ্রাণ, আর তাদের সংরক্ষণ ভীষণ ভাবে প্রয়োজনীয়। এদিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, মন্ত্রী কিরেন রিজিজু সেই বার্তাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে প্রকৃতির গুরুত্ব তুলে ধরে একটি সুন্দর বার্তা সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি জঙ্গলে নিজের কিছু ছবি সঙ্গে রয়েল বেঙ্গল টাইগার ও চিতার ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘বনে কোনও ওয়াই-ফাই নেই , তবুও এটা আপনাকে সবকিছুর সঙ্গে জুড়ে রাখে। প্রাকৃতিক দৃশ্যে মোড়া এই সুন্দর জায়গাগুলোতে প্রতিবার ঘোরার সময় একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে। প্রকৃতির এই বিস্ময় তার নিজস্ব উপায়ে প্রতিবার নতুন করে ধরা দেয়। আসুন আমরা আমাদের এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে সম্মান করি, রক্ষা করি এবং সংরক্ষণ করি।’
তবে কেবল সচিন তেন্ডুলকর নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর গুজরাটের গির অরণ্য ভ্রমনের কিছু ছবি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। সেখানে প্রধানমন্ত্রীর পোশাকও ছিল নজরকাড়া। মিলিটারি প্রিন্টের শার্টের সঙ্গে একটি অফ হোয়াইট জ্যাকেট পরেছিলেন আর সেই জ্যাকেটেই ছিল বিশেষত্ব। পিঠের উপর জ্যাকেটের ছোট্ট দুটো থাবার চিহ্ন আঁকা ছিল। ছবিতে তাঁকে হুড খোলা জিপের দাঁড়িয়ে সিংহ দেখতে দেখা গিয়েছে।
ছবিগুলি পোস্ট করে তিনি লেখেনে, ‘আজ সকালে, #WorldWildlifeDay- তে , আমি গিরে একটি সাফারিতে গিয়েছিলাম। আমরা সকলেই জানি এটি রাজকীয় এশিয়াটিক সিংহের আবাসস্থল। গিরে আসার ফলে আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম তখন আমরা যে কাজগুলো একসঙ্গে করেছিলাম তার অনেক স্মৃতি মনে পড়ছিল। বহু বছর ধরে সম্মিলিত প্রচেষ্টা এটা নিশ্চিত করেছে যে, এশিয়াটিক সিংহের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এশিয়াটিক সিংহের আবাসস্থল সংরক্ষণে উপজাতি সম্প্রদায় এবং আশেপাশের এলাকার মহিলাদের ভূমিকা সমানভাবে প্রশংসনীয়।’
তাছাড়াও মন্ত্রী কিরেন রিজিজুও তাঁর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভ্রমনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে লেখেন, জঙ্গল আছে তাই জীবন আছে! ##WorldWildlifeDay-তে, আসুন আমরা বন্যপ্রাণী ও তাদের সংরক্ষণকারী আবাসস্থলের রক্ষা করার সংকল্প গ্রহণ করি!'