Long Covid: ১০ মিনিট দাঁড়ানোর পরই নীলবর্ণ পা! 'লং কোভিড' ঘিরে গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, রোগীর দেহে কী দেখা গেল?
Updated: 12 Aug 2023, 10:52 PM IST‘লং কোভিড’ অর্থাৎ দীর্ঘমেয়াদি কোভিড। এই লং কোভিডে আক্রান্ত হওয়ার পর এক রোগীর পায়ে দেখা মিলল এক বিরল অবস্থার।
‘লং কোভিড’ অর্থাৎ দীর্ঘ♏মেয়াদি কোভিড। আর এহেন কোভিডের ধরণ নিয়ে এসেছে এক বিরল বিপত্তি! গবেষণা বলছে, ১০ মিনিট দাঁড়ানোর পর এই ‘লং কোভিড’-এ আক্রান্তের পা নীল হতে শুরু করছে। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডসের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সেখানে এক ৩৩ বছর বয়সী রোগীর কথা বলা হচ্ছে। গবেষণা বলছে, তাঁর শরীরে ‘লং কোভিড’ বাসা বাঁধে। তিনি অ্যাক্রোসায়ানোসিসে ভুগছিলেন। যার জেরে তাঁর পায়ের ধমনীতে রক্ত জমাট বাঁধতে শুরু করে।
(Freepik) পরবর্তী ফটো গ্যালারি