গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেলারের 𒁏সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন যাত্রী। এছাড়াও, আহত হয়েছেন ১১ জন। রবিবার গভীর রাতে ছত্রিশগড়ের রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁওয়ের কাছে ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন মহিলা এবং ৪ জন শিশু। স্থানীয়রা জানাচ্ছেন, দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মৃতদেহ। বেশ কয়জনের দেহ দুর্ঘটনার ফলে কয়েক টুকরো হয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।
আরও পড়ুন: ব্লাইন্ড স্পটেও যাবে চালকের দৃষ্টি, দুর্ঘটনা কমাতে বাসে বিশেষ আয়না ব🍰সাল পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হতাহতরা চাতৌদ গ্রামের একটি পরিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বানসারি গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে খারোড়া থানা এলাকার সারাগাঁওয়ের কাছে তাঁদের ট্রাকের সঙ্গে ওই ট্রেলারের ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পাওয়ারꦍ পর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুরের ডাঃ ভীমরাও আম্বেদকর হাসপাতালে ন𒁃িয়ে যাওয়া হয়। রায়পুরের জেলা শাসক গৌরব সিং জানান, এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি নিহত এবং আহতদের পরিবারকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনার পরে জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
দুর্ঘটনাকে কেন্দ্র করে এদিন ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। কারণ রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মৃতদেহ। রাস্তা ভেসে যাচ্ছিল রক্তে। অনেক মৃতদেহ টুকরো টুকরো হয়ে পড়ে ছিল এবং আহতরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। রায়পুরের এসএসপি লাল উমেদ সিং জানান, ট্রাকে অন্তত ৫০ জন ছিলেন। গাড়িটি চাতৌদ গ্রাম থেকে বানা বনারসি গ্রামে একটি অনুষ্ঠান থেকে ফিরছিল। ঠিꦜক তখনই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেলার গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে।
জানা গিয়েছে, বানারসি গ্রামের বাসিন্দা পুনিত সাহুর মেয়ে সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। শিশুর নামকরণের জন্য 💦অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই হতাহতরা যোগ দি🍷য়ে ফিরছিলেন।
আহতদের প্রথমে খারোরা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের রায়পুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অনেক আহতের অবস্থা এখনও আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ𓆉্ছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রেলার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ উঠেছে, ট্রেলারটি দ্রুত গতিতে যাচ্ছিল। চালকের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে, এই দুর্ঘটনার পরেই রায়পুর-বালোদা বাজার অংশে সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্র্যাফিক পুলিশ মোতায়েনের দাবি তুলেছেন স্থা𝓀নীয়রা।পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছে।