একটি অর্থনীতিকে চাঙ্গা করতে দু'টি পথে হাঁটতে পারে সরকার। এক, তারা নিজেরাই পরিকাঠামো খাতে মূলধনী ব্যয় বৃদ্ধি করতে পারে। দ্বিতীয়ত, মানুষের হাতে টাকা তুলে দিতে পারে। বিগত বছরগুলি মোদী সরকার প্রথম পথে হেঁটে মূলধনী ব্যয় বাড়িয়ে চলেছিল। তবে এবারে তারা একটু ভিন্ন পথে হাঁটল। এবারের বাজেটে মধ্যবিত্তের হাতে আরও বেশি টাকা দেওয়ার পথ করে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এহেন পরিস্থিতিতে উপভোক্তা খাত ফুলে ফেঁপে উঠতে পারে। এরই সঙ্গে গাড়ি ব্যবসাও ঊর্ধ্বমুখী হতে পারে। এই পরিস্থিতিতে খুচরো বিনিয়োগকারীরা কোন শেয়ারের দিকে নজর রাখতে পারেন? এই নিয়ে ইকোনমিক টাইমস ১৬টি স্টকের একটি তালিকা প্রকাশ করেছে বাজেটের পরে। (আরও পড়ুন: বাজেটে 'আয়কর স্বস্তি'র ফলে মিউচুয়াল ফান্ডে লগ্নি বাড়তে পারে, মত বিশেষজ্ঞদের)
আরও পড়ুন: ট্রাম্পকে 'শান্ত' করতে শুল্ক নিয়ে বাজেটে বড় ঘোষণা ভারতের, কাস্টমস ডিউটি কমল...
এই আবহে বিভিন্ন বিশেষজ্ঞ এবং শেয়ার ব্রোকারদের রিপোর্ট খতিয়ে দেখে এই ১৬টি শেয়াররে চিহ্নিত করা হয়েছে ইকোনমিক টাইমসে - বাজাজ কনজিউমার কেয়ার, শপার্স টপ, ইমামি, হিরো মোটোকর্প, ট্রেন্ট, জ্যোতি ল্যাবস, ওরিয়েন্ট ইলেকট্রিক, ভি গার্ড, বাজাজ অটো, মারুতি সুজুকি, বাটা ইন্ডিয়া, ইউরেকা ফোর্বস, টাটা কনজিউমার প্রোডাক্টস, হ্যাভেলস ইন্ডিয়া, ব্রিটানিয়া, ইথোস। রিপোর্টে দাবি করা হয়েছে, আয়করের ক্ষেত্রে সরকার মধ্যবিত্তকে যে স্বস্তি দিয়েছে, তাতে এই সব সংস্থার ব্যবসা বৃদ্ধি পেতে পারে। এবং বিনিয়োগকারীরা এই সংস্থায় টাকা ঢালতে পারেন। এই আবহে এই সব শেয়ারের ওপর নজর রাখা যেতে পারে। (আরও পড়ুন: আয়কর স্ল্যাব বদলে ১ ট্রিলিয়ন রাজস্ব হাতছাড়া,তবে কেন এই পদক্ষেপ? জানালেন নির্মলা)
আরও পড়ুন: ক্রিপ্টোতে বাড়ছে কড়াকড়ি, এবারের বাজেটে ডিজিটাল সম্পদ নিয়ে কোন বিধান এল?