ঝাড়খণ্ডের বোকারো জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ঝাড়খণ্ডের ডিজিপি জানিয়েছেন, বোকারো এনকাউন্টারে নিহত মাওবাদীদের মধ্যে অন্যতম হল বিবেক। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। একই সঙ্গে সিআরপিএফের তরফে জানানো হয়েছে, বোকারোর এনকাউন্টারে মোট ৮ জন নকশালপন্থীর দেহ উদ্ধার করেছে জওয়ানরা। উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, একটি পিস্তল ও আটটি দেশি ভারমার রাইফেল। জওয়ানদের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে গোলাগুলি বন্ধ হয়েছে। জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। (আরও পড়ুন: পাকিস্তানি হি𒅌ন্দু মন্ত্রী খেয়াল দাসের ওপর হামলা,সেন প্রধানের বিদ্বেষ ছড়ানোর ফল?)
আরও পড়ুন: ১০ দিন পর স্কু꧟ল খুলল ধুলিয়ানে, ক্ষত ভুলে এখন 🃏কেমন আছে মুর্শিদাবাদ?
রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলায় সিআরপিএফের কোবরা কমান্ডো ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযান শুরু হয়। সেই অভিযানেই নকশালদের সঙ্গে সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়। আধিকারিকরা জানিয়েছেন, জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে ভোর সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় এই এনকাউন্টার। উল্লেখ্য, কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (কোবরা) সিআরপিএফের একটি বিশেষ ইউনিট, যা গেরিলা এবং জঙ্গল যুদ্ধে পটু। বিশেষত নকশালদের মোকাবিলার জন্য পরিচিত তারা। (আরও পড়ুন: দিল্লিতে ঊষা ভান♚্স, সূচিতে না থাকলেও অন্ধ্রের পৈতৃক গ্রাম অপেক্ষায় বসে তাঁর)
আরও পড়ুন: ঝাড়খণ্ডে কর্ণিꦗ সেনার রাজ্য সভাপতিকে খুন, দুপুর থেকে রাত পর্যন্ত মাঠে পড়ে দেহ
এদিকে এনকাউন্টারে নিহত নকশালদের মধ্যে বিবেক ছাড়াও আছে সাহেব রাম মাঝি ও অরবিন্দ যাদব। ঝাড়খণ্ডের ডিজিপি জানিয়েছেন, এর আগে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি বড় হামলার সঙ্গে জড়িত ছিল বিবেক। নকশাল সংগঠনে বিবেকꦕের পদ ছিল অনেকটা উঁচুতে। নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল। ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে তাঁকে ধরিয়ে দেওয়ার জন্যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অবশেষে আজকের এনকাউন্টারে খতম করা হল এই ভয়াবহ নকশাল কমান্ডার।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতকে পুরোপুরি নকশালমুক্ত করার জন্যে ঝাঁপিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র🧜মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত করতে বদ্ধপরিকর সরকার। এই আবহে ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলাঙ্গানা, ঝাড়খণ্ডের বিভিন্ন জয়গায় প্রায় রোজদিনই অভিযান চালানো হচ্ছে।