সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানো বিচারপতি শেখর কুমার যাদব মুখোমুখি হলেন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। এলাহাবাদ হাই কোর্টের এই বিচারপতি সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের একটি আলোচনা সভায় যোগ দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এই আবহে রাজ্যসভায় বিরোধী সাংসদরা জাস্টিস শেখর কুমারের ইমপিচমেন্টের প্রস্তাব এনেছিলেন। এহেন পরিস্থিতিতে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে শীর্ষ আদালতের কলেজিয়ামের সামনে হাজিরা দিলেন বিচারপতি শেখর কুমার যাদব। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কলেজিয়াম জাস্টিস শেখর কুমার যাদবকে নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। (আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোকজ করতে পারে দল? BJP সাংসদকে ঘিরে জোর জল্পনা)
আরও পড়ুন: আম্বেদকরকে নিয়ে 'ফ্যাশন' মন্তব্য বিতর্ক নিয়ে মুখ খুললেন মোদী, শাহকে নিয়ে বললেন…
আরও পড়ুন: বাংলাদেশের ট্রেনের ইঞ্জিন যেন এই ভারতীয় ভ্লগারের কাছে 'ঘোড়া'! ভাইরাল ভিডিয়ো
এই নিয়ে সরকারি ভাবে এক বিবৃতি প্রকাশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বলেছে, 'জাস্টিস শেখর কুমার যাদবের মন্তব্য সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। হাই কোর্ট থেকে সেই সংক্রান্ত বিশদ বিবরণ চাওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।' এদিকে যখনই এই ধরনের মামলায় কোনও দায়িত্বপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট চাওয়া হয়, তখন সেই বিচারপতিকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়। সেই মতো সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে তলব করেছিল এবং জাস্টিস শেখর কুমার সেখানে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। (আরও পড়ুন: কবে গদি ছাড়তে পারেন ইউনুস? তারিখ উল্লেখ করে বড় আপডেট দিলেন তাঁরই প্রেস সচিব)
আরও পড়ুন: মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের থেকে মিলেছে 'স্টারলিঙ্ক'? উদ্ধার ডিভাইস ঘিরে জল্পনা
আরও পড়ুন: ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডে ২২টি গ্রাম গড়ে তুলেছে চিন, দাবি রিপোর্টে
উল্লেখ্য, ‘এক দেশ এক আইন’ নিয়ে প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের এক আলোচনাসভায় যোগ দিয়ে বিচারপতি মন্তব্য করেছেন, সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছাতেই হিন্দুস্থান চলবে। বিচারপতি শেখর কুমার যাদব দাবি করেন, সংখ্যাগরিষ্ঠের হয়ে আইন কাজ করে। অভিযোগ করা হয়, বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত আলোচনা সভায় জাস্টিস যাদব যে মন্তব্য করেছেন তা সংবিধান লঙ্ঘন করেছে। অভিযোগ, ঘৃণামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন জাস্টিস শেখর কুমার যাদব। তিনি সংখ্যালঘুদের লক্ষ্য করে এরকম বক্তব্য রেখেছিলেন। এদিকে বিচারপতি জনসাধারণের বিতর্কে অংশগ্রহণ করেছেন বা ইউসিসি সম্পর্কিত রাজনৈতিক বিষয়ে জনসমক্ষে তাঁর মতামত প্রকাশ করেছেন। সেক্ষেত্রেও তিনি আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। উল্লেখ্য, ৮ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের লিগ্যাল সেল এবং হাইকোর্ট ইউনিটের একটি প্রাদেশিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি শেখর কুমার যাদব ইউনিফর্ম সিভিল কোডকে (ইউসিসি) সামাজিক সম্প্রীতি, লিঙ্গ সমতা এবং ধর্মনিরপেক্ষতা লালন করার উপায় হিসাবে বর্ণনা করেছিলেন। তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে তিনি 'উস্কানিমূলক' মন্তব্য করেছেন। আর এই নিয়ে বিতর্ক শুরু হয়।