বহু মিডিয়া রিপোর্ট বলছে, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে এমন একটি প্রেস কনফারেন্স শেষ কবে দেখা গিয়েছিল, তা নিয়ে সন্দেহ রয়েছে। চলছিল প্রেস কনফারেন্স। বক্তব্য রাখছিলেন মার্কিন ধনকুবের তথা 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসেয়েন্সির' ইলন মাস্ক। পাশে ডেস্কে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর ডেস্কের উচ্চতার সমান উচ্চতার আরও একজন ট্রাম্পের কাছেই ছিল! সে হল, ইলন মাস্কের ছোট ছেলে ‘এক্স’। এই এক্সের কীর্তি ও তাকে দেখে ট্রাম্পের অভিব্যক্তির ভিডিয়ো ক্লিপ আপাতত ভাইরাল।
প্রেস কনফারেন্সে চলছিল ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে। নিজের ডেস্কে বসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে এসবের মাঝে লাইমলাইট একাই কেড়ে নেয় ইলন মাস্কের ছোট্ট ৪ বছরের ছেলে এক্স। কখনও নিজের মনেই সে কথা বলে চলে, কখনও আবার একটু হাত পা ছুড়ে অঙ্গভঙ্গি, কখনওবা সোজা নাকে চলে যায় তার আঙুল! পাশে মার্কিন প্রেসিডেন্ট বসে আছেন, নাকি দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন তাঁর বাবা ইলন মাস্ক, সেদিকে খেয়াল নেই ছোট্ট এক্সের। সে নিজের তালেই ওভাল অফিস মাতিয়ে রাখে। একটা সময় ইলন মাস্কের কাঁধেই চেপে বসে সে। বহু মিডিয়া রিপোর্ট বলছে, এমন প্রেস কনফারেন্স ওভাল অফিসে শেষ কবে দেখা গিয়েছে, তা বলা দুঃসহ! তবে এরই মাঝে যে ক্লিপ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে, তা এক্সকে কেন্দ্র করে। ক্লিপে দেখা যাচ্ছে, এক্সের আঙুল সোজা চলে গিয়েছে তার নাকে। আর সেই অবস্থায় এক্সকে দেখে ট্রাম্পের মুখের ভাব ফুটে উঠেছে ওই ভিডিয়োয়। আর তা নিয়েই বিস্তর আলোচনা সোশ্যাল মিডিয়ায়।