2 মিনিটে পড়ুন Updated: 13 May 2024, 01:02 PM ISTBoom
, আর্কাইভ দেখুন ।
আরও একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘-ওহঃ তাই নাকি’।
, আর্কাইভ দেখুন ।
বুম গ্রাফিকটির সত্যতা যাচাই করতে প্রথমেই গণশক্তির ওয়েবসাইটে গিয়ে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কিনা তা খুঁজে দেখে। কিন্তু, আমরা এধরণের কোনও প্রতিবেদন খুঁজে পাইনি।
এরপর আমরা এবিষয়ে গণশক্তির সহ সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করলে তিনি দাবিটি নস্যাৎ করে বলেন, ‘এধরণের কোনও সমীক্ষা গণশক্তি পত্রিকার তরফ থেকে প্রকাশ করা হয়নি।’
।
এছাড়াও, বুথফেরত সমীক্ষা প্রকাশ করা হয় শেষ দফার নির্বাচনের পরে এবং এখনও অবধি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পাঁচ দফার নির্বাচন হওয়া বাকি আছে। তাই, বুথফেরত সমীক্ষা এখনও প্রকাশ করা সম্ভব নয়।
(এই খবরটি Boom দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।