রাজীব জয়সওয়াল
গেইলের তরফ থেকে দেশের অন্তত ১৬টি জায়গায় জ্বালানির দাম প্রায় ১২ℱ শতাংশ কমিয়ে দেওয়া হল। এমনকী ভোটমুখী কর্নাটকেও গ্যাসের দাম এক ঝটকায় কমিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক গ্যাস 💛কিছুটা সস্তা হয়ে যাওয়ার কারণেই এই গ্যাসের দাম কমানো সম্ভব হয়েছে বলে খবর। এর জেরে প্রায় ১০.৫০ মিলিয়ন পরিবার উপকৃত হবেন। গোটা দেশে ৫.৩০ মিলিয়ন গাড়ি যেগুলি ৫১১০ গ্যাস স্টেশনের উপর নির্ভরশীল সেগুলিও উপকৃত হবে।
এদিকে সাম্প্রতিক তথ্য় অনুসারে বেঙ্গালুরু ও দক্ষিণ কন্নড়ে সবথেকে বেশি গ্য়াসের দাম কমে গিয়েছে। পাইপে করে নিয়ে যাওয়া প্রাকৃতিক গ্যাস(PNG) ও কমপ্রেসড ন্যাচারাল গ্যাস( CNG) দুটির ক্ষেত্রে গ্য়াসের দাম একধাক্কায় প্রতি ইউনিটে ৭ টাকা করে কমে গিয়েছে। প্রসঙ্গত সিএনজি ব্যবহার করা হয় পরিবহণের জ্বালানি হিসাবে। অন্যদিকে পিএনজি ব্যবহার করা হয় মূলত রান্নার কাজ🙈ে।
দেখা যাচ্ছে পিএনজির রেট ১১.𒉰৯৬ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে সি🅠এনজির রেট ৭.৮২ শতাংশ কমে গিয়েছে।
এদিকে গেইলের যেখানে শহরাঞ্চলে পরিষেবার ব্যবস্থা রয়েছে সেখানেও দাম কমে গিয়েছে বলে খবর। GAIL Gas Ltd রবিবার এই গ্যাসের দাম কমার বিষয়টি নিশ্চিত করেছে। বেঙ্গালুরু ও দক্ষিণ 𒁏কন্নড়ে ডোমেস্টিক পিএনজির দাম প্রতি এসসিএমে ৭টাকা করে কমে গিয়েছে। অন্যদিকে অꦏন্যান্য এলাকায় প্রতি এসসিএমে ৬ টাকা করে কমে গিয়েছে।
একটি বিবৃতিতে গেইলের তরফে জানানো হ🤡য়েছে, দেওয়াস, মিরা🀅ট, সোনিপত, মির্জাপুর, ধানবাদ, আদিত্যপুর, রৌরকেল্লা রাইসেন সহ একাধিক জায়গায় ডোমেস্টিক পিএনজির দাম প্রতি এসসিএমে দাঁড়িয়েছে ৫২.৫০ টাকা।
একই ভাবে সোনিপতে সিএনজির দাম কমে দাঁড়িয়েছে ৭ টাকা প্রতি কেজি। বাকি জায়গাগুলিতে ৬ টাকা প্রতি কেজি। সিএনজির নয়া রেট ৮৫ টাকা প্রতি কেজি মিরাট আর সোনিপতের জন্য।🐻 দেওয়াস, দেরাদুনের জন্য প্রতি কেজি ৯২ টাকা, মিরজাপুরের জন্য ৮৭টাকা, রাইসেন ধানবাদ,♛ আদিত্যপুর, পুরী রাউরকেল্লার জন্য ৯১ টাকা প্রতি কেজি।
এদিকে অন্য় যে গ্যাস সরবরাহকারী সংস্থা রয়েছে তারাও গ্যাসের দাম কমাতে এগিয়ে এসে𝔉ছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লি, এনসিআর সহ বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ করে। তারাও গ্যাসের দামে কাটছাঁট করছে। সিএনজির রেট প্রতি কেজি ৭৯.৫৬ টাকা থেকে কমে দাঁড়াচ্ছে ৭৩.৫৯ টাকা। অর্থাৎ ৮.১১ শতাংশ কমছে দিল্লিতে। পিএনজির দাম কমছে ৯.৩৩ শতাংশ। প্রতি এসসিএম আগে ছিল ৫৩.৫৯ শতাংশ। এখন হচ্ছে ৪৮.৫৯ শতাংশ। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ার জেরে সিএনজি ও পিএনজির দাম কমছে।