সোমবার আবার কমল সোনার দর। এই নিয়ে পর পর দুই দ🦋িন বাজারে সোনার দামে পতন দেখা দিল। এ দিন এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ ০.০৪% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দা﷽ম কমে দাঁড়াল ৫২,২০৭ টাকা।
সোনার দাম পড়লেও আশার আলো দেখা দিয়েছে রুপোর দরে। এ দিন সূচকে ০.৩৫% বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। এর ﷽ফলে প্রতি কেজি রুপোর দাম এ ꦆদিন যাচ্ছে ৬৭,৪০৩ টাকা।
গত অধিবেশনে সূচকে ১.৫% পতনের ফলে বাজারে প্রতি ১০ গ্রাম সোনার 🦹দাম এক ধাক্কায় ৭৬০ টাকা কমে যায়। আবার, সূচকে ৫.৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দর ৪,০০০ টাকা পড়ে যায়।
গত মাসের তুলনাꦑয় প্রতি ১০ গ্রাম সোনার দাম এখন প্রায় ৪,০০০ টাকা কম যাচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.২% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৪১.৯০ ডলার। গত সপ্তাহের শেষে বিশ্ববাজারে সোনা🎉র দর প্রায় ৪.৫% হ্রাস পায়, যা মার্চ মাཧসের পরে বৃহত্তম।
সোনার চেয়েও বেশি দর পড়েছে রুপোর।সূচকে ০.৬% পতনের জেরে প্রতি আউন্স রুপোর দাཧম যাচ্ছে ২৬.২৫ ডলার।
সোনার দামে সাম্প্রতিক ওঠা-নামার ফলে মার খাচ্ছে সোনায় বিনিয়োগের হার। এই কারণে শুক্রবার বিশ্🍃ဣবের বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট-এ মজুত সোনার পরিমাণে ০.৩০% পতন ঘটে দাঁড়ায় ১,২৪৮.২৯ টন।