টানা দুই দিন পতনের পরে মঙ্গলবার একধাক্কায় বেশ কিছুটা বাড়ল সোনার দাম। পাল্লা দিয়ে দাম বাড়ল 🍒রুপোরও।
এ দিন এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্সে ১% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছꦫে ৫৩,৮০০ টাকা। সূচকে ২% বৃদ্ধির জেরে রুপোর দাম প্রতিꦓ কেজিতে যাচ্ছে ৭০,৫৫৪ টাকা।
গত অধিবেশনে সোনার দাম সূচকে ২% উঠলে প্রতি ১০ গ্রামে দাম ১,০৩৩ টাকা বাড়ে। সেই সঙ্গে সূচকে ২.৬% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম বাড়ে ১,৭৫০ টাকা। চলতি মাসের গোড়ায় সোনার 🐽দাম প্রতি ১০ গ্রামে রেকর্ড বেড়ে হয় ৫৬,১৯১ টাকা।
আন্তর্জাতিক বাজারে ডলারের দাম পড়ার জেরে এ দিন আবার সোনার দাম আউন্সপ্রতি ২,০০০ ডলারের আশপাশে পৌঁছেছে। সূচকে ১% বৃদ্ধির ফল🅷ে রুপোর দামও বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ২৭.৬৯ ডলার।
আগামিকাল, বুধবার আমেরিকার ফেডারেল রিজার্ভ-এর অন্তিম বৈঠক শুরু হতে চলেছে। আপাতত সেই আলোচনার ফলাফলের দিকেই দৃষ্টি রয়েছে সোনা 🔯ব্যবসায়ীদের।
এ দিকে, সোনায় বিনিয়োগ বৃদ্ধির জেরে বিশ্বের 🌸বৃহত্তম ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত সোনার পরিমাণ ০.৩৩% বেড়ে সোমবার দাঁড়ায় মোট ১,২৫২.৩৮ টন।
অন্য দিকে, আমেরিকার ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটিভ সম্প্রতি নিজস্ব পোর্টফোলিওতে ব্যারিক গোল্ড কর্পোরেশনকে যুক্ত করেছে। শুক্রবার বার্কশায়ার জানিয়েছে, ব্যারিক গোল্ড-এর ২০.৯% শেয়ার তারা কিনেছে ২৯ লাখ ডলারের বিনিময়ে। তবে সংস্থার চেয়ারম্যান ওয়ারেন বাফেট স্বয়ং সোনায় অতিরিক্ত বিনিয়োগ নির্ভরতার বিরুদ্ধে সতর্ক করেছেন। তাঁর মতে, যে হেতু কোনও খামার বা সংস্থার মতো বৃদ্ধি হয় না, সেই কারণে সোনায় মাত্র꧅াতিরিক্ত লগ্নি অলাভজনক হয়ে দাঁড়ায়।