গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর 'অপারেশন সিঁদুর' স্ট্রাইকে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও। পাকিস্তানের মিথ্যা ও সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর, তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল।সাতটি প্রতিনিধি দলে, শাসক-বিরোধী মিলিয়ে একাধিক সাংসদ রয়েছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য-সহ মোট ৩৩টি দেশে পৌঁছবে এই প্রতিনিধি দলগুলি। এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।আর রবিবারের মধ্যে প্রতিনিধি দলগুলি তাঁদের গন্তব্যের লক্ষ্যে বেরিয়ে পড়বেন। (আরও পড়ুন: বস্তারে আবুজমাদের জঙ্গলের লালদু🧜র্গে বড় অভিযান, নিকেশ ২৬ নকশাল, মৃত ১ পুলিশকর্মী)
আরও পড়ুন: ভারত-পাক সংঘাতের সময় ISI-কে অত্যন্ত গু🍬রুত্বপূর্ণ তথ্য পাচার জ্যোতির: রিপোর্ট
৩৩টি দেশ নির্বাচনের কারণ
মঙ্গলবারই বিক্রম মিশ্রি জানিয়ে দিয়েছেন, ৩৩টি দেশে যাবে ভারতের সাংসদীয় প্রতিনিধি দল।তাঁর কথা উদ্ধৃত করে বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী জানিয়েছেন, ৩৩টি দেশের মধ্যে ১৫টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। তারমধ্যে ৫টি দেশ স্থায়ী সদস্য এবং ১০টি দেশ অস্থায়ী সদস্য। প্রতি দুই বছর অন্তর এই অস্থায়ী সদস্যপদ বদলে যায়। এছাড়াও, ৩৩টি দেশের তালিকায় এমন ৫টি দেশ রয়েছে যারা শীঘ্রই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হবে। এছাড়াও এমন কিছু দেশ বেছে নেওয়া হয়েছে, যাদের কণ্ঠস্বর সাধারণত বিশ্ব মঞ্চে শোনা যায়। জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে গঠিত প্রতিনিধিদলের সদস্য হলেন অপরাজিতা ষড়ঙ্গী। এই দলটি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে যাবে। প্রথম প্রতিনিধিদল হিসেবে তারা বুধবারই রওনা হবে জাপানের উদ্দেশে। (আরও পড়ুন: এবার সন্দেহজনক ড্রোন দেখা গেল কলকাতার আকাশে, তদন্ত শুরু𝔍🌟 পুলিশের, তৎপর সেনা)
আরও পড়ুন: পাক সেনার অভি🍬যানে নিহ⛦ত ৩ পাঠান শিশু, একদিন পরই আর্মি স্কুল বাসে হামলা, মৃত ৪
বর্তমানে পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী এবং আগামী ১৭ মাস তারা এই অবস্থানে থাকবে।এই প্রসঙ্গে ভুবনেশ্বরের সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী বলেন, ‘আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন দলের সাংসদরা একসঙ্গে বিভিন্ন দেশে যাবেন এবং সেখানকার আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রতিনিধিদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবেন, আমাদের অবস্থান তুলে ধরবেন এবং সন্ত্রাসবাদ প্রচারে পাকিস্তানের পদ্ধতির নিন্দা জানাবেন। এটা আমাদের দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘এই প্রতিনিধিদল বিশ্বের কাছে বার্তা দিতে চায় যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।' (আরও পড়ুন: 'পহেলগাঁওতে🌳 হাত🐠 পাকিস্তানের', USA যাই করুক, ভারতকে সমর্থন আরও এক 'বন্ধুর')
আরও পড়ুন: ভাঙল🌠 এপারের নদী বাঁধ, 🌼‘উন্নয়নের বন্যায়’ ভাসতে পারে পড়শি বাংলাদেশ
ভারতের সাতটি প্রতিনিধিꦫদলের নেতৃত্বে থাকবেন-কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বায়জয়ন্ত পান্ডা, জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝা, এনসিপি-এর সুপ্রিয়া সুলে, শিবসেনার একনাথ শিন্ডে এবং ডিএমকে-এর কানিমোঝি। ভারতের বাছাই করা দেশগুলি হল-মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, ইজরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মিশর, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপিন্স।