সিঙ্গাඣপুর এয়ারলাইন্সের বিমানে এক বিমানকর্মীকে যৌন হে𒉰নস্থার অভিযোগে এক ভারতীয় যুবককের তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটে। অভিযোগ, বিমান চলাকালীন পিছন থেকে ওই মহিলা কর্মীকে জড়িয়ে ধরে শৌচালয়ে ঠেলে দেন অভিযুক্ত। চাঙ্গি বিমানবন্দরে পৌঁছনোর পরে গ্রেফতার করা হয় ওই ভারতীয় যুবককে।
আরও পড়ুন-তরুণ-তরুণীদেꦬর স্বপ্নপূরণের হাতছানি! ইউপিএসসি ২০২৬ সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ্যে
সিঙ্গাপুরের দৈনিক ‘দ্য স্ট্রেটস টাইমস’ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এক মহিলা যাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন ওই বিমানকর্মী। ওই মহিলা শৌচালয় থেকে বার হওয়ার পরে মেঝেতে টিস্যু কাগজের টুকরো পড়🌞ে থাকতে দেখেন বিমানকর্মী। তিনি নিচু হয়ে সেটি তুলতে গেলে তাঁকে পিছন থেকে ঠেলে শৌচালয়ে ঢুকিয়ে দেন ওই ভারতীয় যুবক। তারপরে নিজেও সেখানে প্রবেশ করে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। সে সময় ওই মহিলা যাত্রী বিমানের বাকি কর্মীদের খবর দেন। শৌচালয়ের ভিতর থেকে বিমানকর্মীকে টেনে বার করেন। এরপরে ওই বিমানকর্মী বিষয়টি সুপারভাইজারকে জানান। বিমান চাঙ্গি বিমানবন্দরে নামতেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-তরুণ-তরুণীদের স্বপ্নপূরণের হাতছানি! ইউপিএসসি ২০২৬ সালের পরীক্ষারꦺ ক্যালেন্ডার 🌠প্রকাশ্যে
‘লা𒅌ল সন্ত্রাসের দুর্গে তেরঙা উড়ছে…’, ৩১ মাওবাদী খতমের পরে হুংকার শাহের, এবার…
১৪ মে আদালত ওই ভারতীয় যুবককে দোষী সাব্যস্ত করে। জানা গেছে, অভিযুক্ত অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যাꦅলয়ে পড়াশোনা করছেন। ওই বিমানকর্মী আদালতে জানিয়েছেন, ওই ঘটনায় তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ও অপমানিত হয়েছেন। পাশাপাশি ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন লাউ বলেন, 'বিমানে ভ্রমণ হল অত্যন্ত চাপের পরিবেশ। যেখানে ঘনিষ্ঠ শারীরিক সান্নিধ্য জড়িত এবং অবাঞ্ছিত শারীরিক সংস্পর্শ সনাক্ত করা কঠিন। এছাড়াও, ভুক্তভোগীর জন্য পালানোর কোনও উপায় থাকে না। বিমানের মাঝখানে আইন প্রয়োগকারী সংস্থা পাওয়ার কোনও উপায় নেই।' অন্যদিকে, ভারতীয় যুবকের আইনজীবী রঞ্জিত সিং বলেন, তার মক্কেলের এর আগে কোনও অপরাধের রেকর্ড নেই। তাই এই মামলায় তাঁকে নূন্যতম সাজা এবং জরিমানা দেওয়া উচিত। দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত ওই ভারতীয় পড়ুয়াকে তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।