সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে এক বিমানকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে এক ভারতীয় যুবককের তিন সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঘটনাটি ঘটে। অভিযোগ, বিমান💯 চলাকালীন পিছন থেকে ওই মহিলা কর্মীকে জড়িয়ে ধরে শৌচালয়ে ঠেলে দেন অভিযুক্ত। চাঙ্গি বিমানবন্দরে পৌঁছনোর পরে গ্রেফতার করা হয় ওই ভারতীয় যুবককে।
আরও পড়ুন-তরুণ-তরুণীদের স্💖বপ্নপূরণের হাতছানি! ইউপিএসসি ২০২৬ সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ্যে
সিঙ্গাপুরের দৈনিক ‘দ্য স্ট্রেটস টাইমস’ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা ২০ মিনিট নাগাদ এক মহিলা যাত্রীকে শৌচালয়ে নিয়ে গিয়েছিলেন ওই বিমানকর্মী। ওই মহিলা শৌচালয় থেকে বার হওয়ার পরে মেঝেতে টিস্যু কাগজের টুকরো পড়ে থাকতে দেখেন বিমানকর্মী।𓆏 তিনি নিচু হয়ে সেটি তুলতে গেলে তাঁকে পিছন থেকে ঠেলে শৌ⛄চালয়ে ঢুকিয়ে দেন ওই ভারতীয় যুবক। তারপরে নিজেও সেখানে প্রবেশ করে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। সে সময় ওই মহিলা যাত্রী বিমানের বাকি কর্মীদের খবর দেন। শৌচালয়ের ভিতর থেকে বিমানকর্মীকে টেনে বার করেন। এরপরে ওই বিমানকর্মী বিষয়টি সুপারভাইজারকে জানান। বিমান চাঙ্গি বিমানবন্দরে নামতেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-তরুণ🍬-তরুণীদের স্বপ্নপূরণের হাতছানি! ইউপি🌱এসসি ২০২৬ সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ্যে
‘লাল সন্ত্রাসের দুর্গে তেরঙা উড়ছে…’, ৩𝔉১ মা༺ওবাদী খতমের পরে হুংকার শাহের, এবার…