🎃ভারত পাক সংঘর্ষ বিরতি। তারপরেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। তার যোগ্য জবাবও পেয়েছে।
এবার মঙ্গল✨বার বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকে ভারতের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল।
১) সন্ত্রাসবাদ যদি বন্ধ না হয় তবে সিন্ধু জলব﷽ন্টনচুক্তি স🐻্থগিতই থাকবে।
২)কাশ্মীর নি🧜য়ে ভারতের অবস্থানের꧃ বদল হয়নি। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু।
৩)পাকিস্তান সংঘর্ষ বিরতি করলেই ভারত জবাব দেবে।
৪) হামলা হলে প্রত্যাঘাত হবে এটাই নিউ নর্মাল।
তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নাম না করে বিদেশমন্ত্রক বুঝিয়ে দিয়েছে কাশ্মীর একেবার🍬ে দ্বিপাক্ষিক ইস্যু। সেখানে আমেরিকার হস্তক্ষেপ নয় এনিয়েও পরোক্ষে নাম না করে ইঙ্ಌগিত দেওয়া হয়েছে।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র♐ রণধীর জয়সওয়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্য প্রসঙ্গে বলেন, অপারেশন সিঁদুর থেকে শুরু করে( ৭ মে) সংঘর্ষ বিরতি পর্যন্ত( ১০ মে) মার্কিন নেতাদের সঙ্গে সামরিক পরিস্🧔থিতি নিয়ে কথা হয়েছে। কিন্তু কোনও আলোচনাতেই বাণিজ্যের প্রসঙ্গ তো আসেনি। জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র।
সেই সঙ্গেই বিদেশমন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদ না থামালে স🐼িন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত যেমন ছিল তেমনই ꦺথাকবে।
সেই স🦩ঙ্গেই তিনি জানিয়েছেন, আমাদের দীর্ঘদিনের একটা জাতীয় স্তরে অবস্থান রয়েছে যে জম্মু ও কাশღ্মীরের প্রসঙ্গে আলোচনা হলে সেটা দ্বিপাক্ষিক হবে। এই পলিসির কোনও বদল হচ্ছে না। বাকি যে বিষয়টি হল সেটা হল পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া।
সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন ভারতের সেনার শক্তিতেই পাকিস্তান বাধ্য༺ হয়েছে সংঘর্ষ বিরতি মেনে 🎶নিতে।
মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, সংঘর্ষ বিরতি হলেও নিউ দিল্লি ফের সিন্ধু জলচুক্তি ফেরাচ্ছে না। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কার্যত জඣানিয়ে দ📖িয়েছেন, সিন্ধু জলচুক্তি ১৯৬০ সেটা স্থগিতই থাকবে।
সে꧒ই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, আপনারা সকলেই অবগত রয়েছেন বাকি যে ম্যাটারটা রয়েছে সেটা হল অবৈধভাবে পাকিস্তানের দ্বারা দখল করে রাখা ভারতীয় টেরিটরিকে ফেরত দেওয়া।
সেই সঙ্গেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়ে দেন, সন্ত্রাসবাদকে পুরো শিল🐻্পের পর্যায়ে নিয়ে গিয়েছে পাকিস্তান।
বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গোটা বিশ্বে এটা প্রচার হয়ে গিয়েছে๊ যে পহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হানা হয়েছে। পাকিস্তান🦩 হল এই জঙ্গিবাদের ভরকেন্দ্র।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, স্যাটেলাইট ছবি পাওয়া যায় এটা আপনারা সকলেই জানেন। 💎পাকিস্তান যেখানে বলছে হামলা করেছে সেই জায়গাগুলি দেখে নিন। আর আমরা যেগুলি ধ্বংস করেছি সেগুলি দেখে নিন।