মহারাষ্ট্রের নাসিকে গরুর মাংস নিয়ে ট্রেনে ভ্রমণ করার অভিযোগে বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠল ৫ রেলযাত্রীর বিরুদ্ধে। ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে এই নিয়ে। এদিকে সেই পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে মামালা রুজু হয়েছে। যদিও রবিবার বেলা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বসার জায়গা নিয়ে ট্রেনে বাদানুবাদ শুরু হয়েছিল যুবক এবং সেই বৃদ্ধের মধ্যে। এরপর এক সহযাত্রী অভিযোগ করেন, বৃদ্ধ নাকি গরুর মাংস নিয়ে যাচ্ছেন। এরপরই শুরু হয় গালাগালি, চড়-লাথি। সেই বৃদ্ধ এরপর বারবার দাবি করেন, তিনি ছাগলের মাংস নিয়ে যাচ্ছেন, গুরর মাংস না। কিন্তু সে কথা মানতে চাননি হামলাকারীরা। রিপোর্টে দাবি করা হয়, ধলে এক্সপ্রেসেকে ঘটনাটি ঘটে। ট্রেনটি যখন মহারাষ্ট্রের ইগতপুরীর কাছে ছিল, তখন সেই বৃদ্ধের ওপর চড়াও হয়েছিল এই ৫ যুবক। (আরও পড়ুন: ভাইরাল ছবিকে 'ফেক' প্রমাণ করতে 'ভুয়ো' পোস্ট? 'ট্রোল' হচ্ছে কলকাতা পুলিশ)
আরও পড়ুন: 'এ সমাজ বড় বিষাক্ত…', আরজি কর কাণ্ডের আবহে ফেসবুকে পোস্টে কাকে তোপ দেবাংশুর?
আরও পড়ুন: 'পুলিশও মা...', ভাবমূর্তি ফেরাতে মরিয়া বাহিনী, একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায়
ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ তথা এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল সেই ঘটনাটি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পরে থানে জিআরপি জানিয়েছে, বৃদ্ধকে নিগ্রহের দায়ে জনা পাঁচেক যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। নিগৃহীতের নাম হাজি আশরফ মুনিয়ার। তিনি থাকেন জলগাঁওয়ে। ট্রেনে করে কল্যাণে মেয়ের কাছে যাওয়ার সময়ে তিনি ট্রেনে হেনস্থার শিকার হন। এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে তদন্ত শুরু হয়েছে। (আরও পড়ুন: 'আরজি কর কাণ্ডে ৫ তারিখ ভালো খবর আসতে পারে বলে জানিয়েছে CBI')
আরও পড়ুন: টাওয়ারে-বয়ানে মিলছে না অঙ্ক, আরজি কর কাণ্ডে পলিগ্রাফ টেস্টে কাটছে রহস্যের জট?