কান চলচ্চিত্র উৎসবে এবার ডেবিউ করেছেন আলিয়া ভাট। একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার হয়ে এই প্রথম কান-এ গেছেন আলিয়া। কখনও প্যাস্টেল গাউনে ভিনটেজ লুকে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার তিনি কালো গাউনে উজ্জ্বল, কখনও আবার বহুমূল্য পাথর বসানো শাড়ি পরে পোজ দিয়েছেন। এদিকে আলিয়া যখন কান-২০২৫ এর রেড কার্পেটে ডিজাইনার পোশাকে পোজ দিতে ব্যস্ত, তখন কী করছিলেন রণবীর কাপুর?
আলিয়া যখন কান-এ রণবীর কাপুর তখন ব্যস্ত তাঁর বাবার দায়িত্ব পালনে। নাহ তিনি আলিয়ার সঙ্গে মেয়েকে নিয়ে বিদেশে উড়ে যাননি। রণবীর তাঁর মেয়েকে নিয়ে মুম্বইতেই ছিলেন। আদরের কন্যা, ছোট্ট রাহা দেখাশোনায় ব্যস্ত ছিলেন তিনি। হ্য়াঁ, এই সময়টা তিনি অভিনেতা খোলস ছেড়ে হয়ে উঠেছিলেন পুরো দস্তুর বাবা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবা-মেয়ের জুটির একটি ভিডিও। কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা গেল আলিয়ার অনুপস্থিতিতে মেয়ে রাহাকে তিনি শুধুই ন্যানির কাছে ছেড়ে দেননি। মেয়েকেই পুরো সময় দিচ্ছেন অভিনেতা। মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চে মেয়ের সঙ্গে দেখা যায় রণবীরকে। এদিকে মুম্বই শহর থেকে বহু মাইল দূরে আলিয়া তখন নিজের কাজের প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে রণবীর কাপুরকে স্লিভলেস টি-শার্ট ও বাদামি রঙের ট্রাউজারে দেখা যায়। আর তাঁর মাথায় ছিল টুপি। আর ছোট্ট রাহার পরনে ছিল সুন্দর গোলাপি রঙের ফ্রক। স্ত্রীর অনুপস্থিতিতে মেয়ের যত্নের কোনও ত্রুটিই রাখছেন না তিনি।
এই ভিডিয়ো দেখে নেটিজেনরা রণবীরকে 'সেরা বাবা'র তকমা দিয়েছেন। আবার কেউ রণবীরকে 'সেরা স্বামী' বলেও অভিহিত করেছেন। একজন লিখেছেন, 'রবিবার রাহার সঙ্গে রণবীরের সুন্দর একটা দিন', অন্য একজন লিখেছেন, 'আলিয়া খুব ভাগ্যবান, একজন স্বামী পেয়েছেন।' কারোর মন্তব্য, ‘রণবীর সেরা বাবা’।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে রণবীর-আলিয়া 'ব্রাহ্মাস্ত্র'র পর ফের একবার একসঙ্গে জুটি বাঁধছেন। সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রণবীর কাপুর। সেই ছবির জন্যই তাঁর এই গোঁফের লুক। আগামী বছরের (২০২৬) মার্চ মাসে সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।