কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছেই রজৌরি জেলা সংলগ্ন নওসেরা সেক্টর। সেখানেই মাইন বিস্ফোরণে শহিদ হলেন এক সেনা আধিকারিক ও এক জওয়ান। মৃত অফিসার লেফটেনান্ট পদমর্যাদার। সিপাহী পদে কর্মরত ছিলেন ওই জওয়ান। সেনা সূত্রে খবর সাড়ে ৪টে নাগাদ নওসেরা সেক্টরের কালাল এলাকায় একজন সেনা আধিকারিক ও একজন জওয়ান গুরুতর জখম হন। তাঁদের উধমপুরের কমান্ড হাসপাতালে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁদের। এদিকে স্থানীয় সূত্রে খবর, তাঁরা দুজনেই এলাকায় টহলদারি দিচ্ছিলেন। আচমকা বিস্ফোরণ হয়। শহিদ আধিকারিকের নাম লেফটেনান্ট ঋষি কুমার ও সিপাহী মনজিৎ সিং। এদিকে সেনার তরফে এই মহান আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর🔥া হয়েছে।
সেনা বিবৃতিতে জানিয়েছে, ৩০শে অক্টোবর এলাকায় নজরদারি চালাচ্ছিল সেনা। সেই সময় দুজন ভারতীয় সেনা মাইন বিস্ফোরণে গুরুতর জখম হন। পরে তাঁদের মৃত্যু হয়। অপর একজন সেনাও গুরুতর জখম হন। তা💫ঁর চিকিৎসা চলছে। এদিকে সূত্রের খবর এনিয়ে অক্টোবর মাসে রজৌরি ও পুঞ্চ সেক্টরেꩲ এই দুজন শহিদকে নিয়ে মোট ১১জন সেনা শহিদ হলেন। এদিকে ২০১৯ সালের ১৬ই ফেব্রুয়ারি এই নওসেরা সেক্টরেই মাইন বিস্ফোরণে এক মেজরের মৃত্য়ু হয়েছিল। তবে নরখাস বনাঞ্চলে ব্যপক তল্লাশি চালাচ্ছে সেনা। রবিবারই জঙ্গলে তল্লাশির সময় জঙ্গিরা সেনা লক্ষ্য় করে গুলি চালিয়েছিল। সেই সময় ধৃত এক জঙ্গির মৃত্যু হয়। জঙ্গি ডেরা চেনানোর জন্য নিয়ে আসা হয়েছিল তাকে। তবে সেই সময় তিনজন নিরাপত্তারক্ষীও জখম হয়েছিলেন। ১১ই অক্টোবর থেকে শুরু হয়েছে এই সার্চ অপারেশন।