তিনি বলেন,' আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই। কিন্তু আমরা এটাও চাই, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।'
মির্জা ফাখরুল ও মহম্মদ ইউনুস
শেখ হাসিনা গদি ছাড়ার পর থেকে বিএনপির সঙ্গে ইউনুস সরকারের সম্পর্কে উষ্ণতাই দেখা গিয়েছে। তবে সদ্য বাংলাদেশে শেখ হাসিনার শিবিরের বিরোধী দল বিএনপির কণ্ঠে কি ইউনুস সরকারকে নিয়ে বেসুরো সুর শোনা গেল? এই প্রশ্ন উস্কে দিল বিএনপির নেতা মির্জা ফাখরুলের সাম্প্রতিক মন্তব্য।
শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় আমন্ত্রিত ছিলেন বিএনপির নেতা মির্জা ফাখরুল। যে মির্জা ফাখরুল সদ্য লন্ডনে গিয়ে বিএনপির খালেদজা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গেও দেখা করে ফিরেছেন সদ্য। বিএনপির মহাসচিব মির্দা ফাখরুল এই আলোচনা সভায় এক মন্তব্যে বলেন, অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয়। তাঁর এই মন্তব্য থেকে নানান জল্পনা শুরু হয়েছে। তিনি বলেন,' আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই। কিন্তু আমরা এটাও চাই, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।' এই মন্তব্যে, ইউনুস সরকারের প্রতিই তি মির্জার অসন্তোষ প্রকাশ পাচ্ছে? ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক আঙিনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, কবে, নির্বাচন আয়োজিত হবে? সেই জায়গা থেকে মির্জার এই বক্তব্য বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।