উৎপল পরাশর
একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, পাকিস্তানের ওই নাগরিক যার বিরুদ্ধে রাজ্য পুলিশ মামলা 🎃করেছে ভারত বিরোধী কাজের অভিযোগে তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ১৮ বার ভারতে এসেছিলেন।
রাজ্যপালের ভাষণের পরে বাজেট সেশনে অসমের মুখ্য়মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে অত্যন্ত চমক﷽প্রদ ঘটনা সামনে এসেছে। এটা কংগ্রেসের কাছে ভয়াবহ হতে পারে।
সোমবার অসম পুলিশ পাক নাগরিক আলি তাউকির শেখ ও অজানা কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করে। স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করা হয়েছে ঘটনার তদন্তে। তাতে চার෴জ🅰ন সিনিয়র পুলিশ আধিকারিক রয়েছেন।
অসম মন্ত্রিসভা রবিবার রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল শেඣখের বিরুদ্ধে মামলা করার জ⭕ন্য়। কংগ্রেস এমপি গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথের সঙ্গে তার যোগ ছিল দাবি করা হচ্ছে। তবে এর জেরে ভারতের জাতীয় সুরক্ষা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছে কি না সেটা দেখা হচ্ছে।
হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, SIT তৈরির দুদিনের মধ্য়ে দেখা গিয়েছে শেখ ২০১০ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত শেখ অন্তত ১৮বার ভারতে এসেছিলেন। আমরা শীঘ্রই জানব কে তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কার আত🧔িথেয়তায়, ওই সময়গুলিতে তিনি ভারতে কী করলেন।
তিনি বলেন, অগস্ট-সেপ্টেম্বরের মধ্যে♚ অসমের রাজনীতিতে এই ইস্যুর বড় প্রভাব পড়বে।
তিনি বলেন, তাকির দাবি করছেন যে তিনি ক্লাইমেট অ্য়াকশন গ্রুপের অংশ ছিলেন, কিন্তু এটা মনে হচ্ছে অসম ও ভারতের রাজনীতির প্রতি তার বেশি আগ্রহ। প্রাথমিক যে খবর এসেছে তা কং💝গ্রেসের পক্ষে ক্ষতিকারক হতে পারে। …একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বিধানসভায় এগুলি বলছি।
তিনি 🀅বলেন, প্রয়োজনে পুরো বিষয়টি এনআইএকে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া জানিয়েছেন, সরকারি তদন্ত কী হচ্ছে সেটা পু🌌রোপুরি জানার জন্য দল অপেক্ꦍষা করবে।
সূত্রের খবর, আলি তাকির শেখ হচ্ছেন লিড পাকিস্তানের প্রতিষ্ঠাতা। আবহাওয়ার পরিবর্তন নিয়ে এই নন প্রফিট সংস্থা কাজ করে। রবিবার অসমের মুখ্য়মন্ত্রী অভিযোগ করেছিলেন এল🌌িজাবেথ গগৈ𒁃 যখন ইসলামাবাদে থাকতেন তখন তিনি ছিলেন এই লিড পাকিস্তানের একটা অংশ।
তিনি জানিয়েছেন এই শেখ আর এলিজাবেথ দুজꦑনেই ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্কের অংশ। যে সংস্থা ভারত ও পাকিস্তানে কাজ করে।