ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সঙ্গে সংযুক্তিকরণের পরে নতুন লোগো প্রকাশ করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। লোগোতে তিন ব্যাঙ্কেরই উপস্থিতি লক্ষ্যণীয়। লোগোটি আগামী ১ এপ্রিল থেকে বাজারে ছাড়া হবে।এই সংযুক্তিকরণের ফলে বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চলেছে পিএনবি।সোমবার টুইটারে পিএনবি-এর তরফে জানানো হয়েছে, ‘ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইডেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিলে এক নতুন অবতারে আত্মপ্রকাশ করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন #TogetherForTheBetter যাত্রায় এবং আরও মসৃণ ও স্মার্ট ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করুন।’সংযুক্তিকরণ সংক্রান্ত সংশয় দূর করে পিএনবি-এর তরফে আরওএ জানানো হয়েছে যে, ‘সংযুক্ত হয়ে আমরা এখন আরও বড়, শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন। মানুষ ও ব্যাঙ্কিং পরিষেবা এবার আগের তুলনায় আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চলেছে। চাহিদা অনুসারে সুপরিকল্পিত নতুন পণ্য পেতে চলেছেন আপনারা।’সেই সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে বাড়ির ভিতরে থাকতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে পিএনবি। লকডাউনে থাকাকালীন তাদের PNBONE অ্যাপের সাহায্যে গ্রাহকদের নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের পরামর্শও দিয়েছে সংস্থা।নিজস্ব টুইট হ্যান্ডেলে আবেদন জানানো হয়েছে, ‘এবার আপনার কর দিতে, সুদের সংশাপত্র পেতে, বিনিয়োগের খবর রাখতে এবং আরও নানান কাজের জন্য মাত্র একটি অ্যাপই যথেষ্ট। আপনি কি ইতিমধ্যে PNBONE অ্যাপ ডাউনলোড করেছেন?’টুইটের শেষে গ্রাহকদের প্রতি পিএনবি-এর আর্জি, ‘বাড়ি থেকে ব্যাঙ্কের কাজ সারুন এবং নিরাপদে থাকুন।’প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪টি বড় ও আরও শক্তিশালী ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হতে চলেছে।