প্রয়াত পোপ ফ্রান্সিস। ভ্যাটিক্যানের তরফে জানানো হয়েছে, ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের জীবনাবসান হয়েছে। স্থানীয় সময় সকাল ৭.৩০ মিনিট নাগাদ তাঁর জীবনাবসান হয়। এই শোক সংবাদ জানিয়েছেন, কার্ডিনাল ফেরেল। দরিদ্রের প্রতি তাঁর বিশেষ উদ্বেগ আর মানুষের জন্য তাঁর অপার সেবা, কথা বলার নম্র🌊 শৈলী তাঁকে মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় করেছিল।
উল্লেখ্য, গতকাল ছিল ইস্টার সানডে। বিশ্ব জুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্য রাখে। আর তারপরই দিন প্রয়াণ সংবাদ এল পোপ ফ্রান্সিসের। স্বভাবতই বিশ্বজুড়ে শোকের ছায়া পোপ ফ্রান্সিসের প্রয়াণ সংবাদে। রোমান ক্যাথোলিক চার্চের মুখ্য হিসাবে তিনিই প্রথম ল্যাটিন🧸 আমেরিকার ব্যক্তিত্ব। তাঁর প্ꦚরায়ণ বার্তা রোমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন গির্জায় সেখানে বেল-র ধ্বনি শোনা যায়।
বেশ কিছুদিন ধরেই অস𓆉ুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর ফুসফুসে কিছুটা সমস্যা ছিল। গত ১৪ ফেব্রুয়ারি তিনি জেমিলি হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ৩৮ দিন ভর্তি ছিলেন। পোপ হওয়ার পর এই প্রথম এতটা দীর্ঘ সময় ধরে🍬 তিনি হাসপাতালে ছিলেন।
পোপ ফ্রান্সিসের জীবনসফর একনজরে:-
উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর জন্ম হয়েছে পোপ ফ্রান্সিসের। বুয়েনস আইরিসের, ফ্লোরেস এলাকায় তাঁর জন্ম। ৫ ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন বড়। তাঁদের পরিবার সেখানে ইতালি থেকে গিয়ে বসবাস করছিল। ১৯২৯ সালে তাঁর বাবা মারিও ছাড়েন ইতালি। তারপর থেকে বুয়েনস আইরিসেই তাঁদের বসবাস। কেমিক্যাল টেকনিশায়ান ডিপ্লোমা নিয়ে তিনি বহু জায়গায় 𒆙ছিলেন কর্মরত। পরবর্তীতে খ্রিস্টান ধর্মের ধর্মীয় রাস্তাকেই আপন করে নেন এই মহান ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া। ভ্যাটিক্যানের তরফে জানানো হয়েছে,' আজ সকাল ৭:৩৫ মিনিটে (স্থানীয় সময়), রোমের বিশপ, ফ্রান্সিস, ফিরছেন পিতার ঘরে। তাঁর সমগ্র জীবন প্রভু এবং তাঁর গির্জার সেবায় নিবেদিত ছিল।'