Attacks on Ships to impact Indian Export: সাগরে পরপর জাহাজে হামলা, ৩০০০ কোটি ডলারের রফতানি কমতে পারে ভারতের
2 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 12:31 PM ISTগত কয়েকদিনে পরপর ভারতগামী জাহাজে হামলা চলেছে সাগরে। এই সব হামলায় ইরান এবং ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে জানা গিয়েছে। আবার সম্প্রতি সোমালিয়ার জলদস্যুদেরও দাপট বেড়েছে লোহিত সাগর অঞ্চলে। এর জেরে কমতে পারে ভারতের রফতানির পরিমাণ। এমনই দাবি করছে দিল্লি ভিত্তিক এক থিঙ্কট্যাঙ্কের রিপোর্ট।
জলদস্যুদের কবলে পড়া জাহাজ থেকে ভারতীয়দের উদ্ধার করতে ভারতীয় নৌসেনা অভিযান চালায়