চেক পেমেন্ট এর ক্ষেত্রে ‘পজিটিভ পে সিস্টেম’ (Positive Pay System) চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। নতুন নিয়মে, ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলি ফের যাচাই করা আবশ্যিক হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে চ📖ালু হয়েছে নতুন নিয়ম। 🐟;
এসবিআই-এর (SBI) নিজস্ব ওয়েবসꦑইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আরবিআই নির্দেশানুসারে ০১/০১/২০২১ তারিখ থেকে আমরা অধিক নিরাপত্তার স্বার্থে পজিটিভ পে সিস্টেম(PPS) চালু করছি। ৫০,০০০ টাকার বেশি অর্থের চেকে এবার থ✱েকে যিনি চেক দিচ্ছেন, তাঁকে নিজের অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেকে উল্লিখিত অর্থের পরিমাণ, চেকের তারিখ, প্রাপকের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।’
টুইটারেও এসবিআই পোস্ট করেছে, ‘চেক-সহ আপনাদের সমস্ত লেনদেন সুরক্ষিত ꦉরাখতে ১ জানুয়ারি, ২০২১ থেকে পজিটিভ পে সিস্টেম চালু করেছে এসবিআই।’
এর আগে ব্যাঙ্ক প্রতারণা রোধ করতে পয়লা জানুয়ারি থেকে সব ব্যাঙ্কে পজিটিভ ♈পে সিস্টেম চালু করার নির্দেশ দেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
একনজরে দেখে নেওয়া যাক চেক পেমেন্ট-এর ক্ষেত্রে স্টেট🅺 ব্যাঙ্কের নতুন 🥀নিয়মাবলী:
১) বড় অঙ্কের চেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি যাচাই করার প্রক্রিয়াই༒ হ💮ল ‘পজিটিভ পে সিস্টেম’।
🌜২) এই প্রক্রিয়ায় যিনি চেক ইস্যু করেছেন, তাঁকে এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম-এর মাধ্যমে চেক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি এসবিআই-কে জানাতে হবে।
৩) চেক সম্পর্কে কিছু ন্যূনতম তথ্য (যেমন তারিখ, প্র൲াপকের নাম, চেকে উল্লিখিত অর্থের পরিমাণ ইত্যাদি) দিতে হবে, যা জমা পড়া চেকের সঙ্গে সিটিএ মারফৎ যাচাই করে নেওয়া হবে।
৪) সিটিএস কোনও তথ্যে গরমিল দেখতে পেলে বিষয়টি তৎক্ষণা♔ৎ যে ব্যাঙ্কের চেক এবং ✨যে ব্যাঙ্কে চেক জমা পড়ছে, তাদের জানাবে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক যথাযথ ব্যবস্থা নেবে।
৫) এর আগে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া-কে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ভারতীয় ব্যাঙ্কগুলিক🐭ে একটি সুবিধা দিতে নির্দেশ দেয়, যার সঙ্গে সিটিএস লিঙ্কের মাধ্যমে দ্রুত তথ্য যাচাই করা সম্ভব হয়।