স্ত্রী, সন্তান এবং শ্বশুরকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল নাগপুরের একটি আদালত। অভিযুক্তের নাম কিশোর শেন্ডে। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের গণ্ডিয়া এলাকার। মূলত অগ্নিদগ্ধ হয়ে মৃত স্ত্রী আরতী শেন্ডের সাক্ষীর উপর ভিত্তি করেই কিশোরকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সেক্ষেত্রে অপরাধীর মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন সরকারি আইনজীবী।
আরও পড়ুন: মেলেনি ফ্ল্যাট কেনার টাকা, গায়ে গরম তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হল গৃহবধূকে
কী ঘটেছিল?
মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আরতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল কিশোরের। তাই নিয়ে তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া লেগে থাকত। এমনকী কিশোর আরতির ওপর নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার চালাত বলে অভিযোগ। সেরকমই একদিন ঝগড়ার জেরে সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন আরতী। এরপর তিনি সেখানেই থাকতে শুরু করেন। তবে তাতে বেজায় ক্ষুব্ধ ছিল কিশোর।
ঘটনার একদিন আগে অর্থাৎ ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি আরতীকে দ্রুত বাড়ি ফিরে আসার জন্য হুমকি দিয়েছিল কিশোর। স্ত্রীকে কিশোর হুঁশিয়ারি দিয়ে বলেছিল, দ্রুত বাড়ি না ফিরলে ভয়ঙ্কর পরিণতি হবে। কিন্তু, তা সত্ত্বেও আরতী বাড়ি না ফিরে বাপের বাড়িতেই থেকে যান।