বাংলাদেশের প🦹্রাক্তন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের 'হারানো ধন' খুঁজে পাওয়া গেল! অভিযোগ উঠেছিল, কারাগারে বন্দি থাকা অবস্থাতেই নাকি পলকের দু'টি সোয়েটার খোয়া গিয়েছে! যা নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর লেখালিখি হয়। কারণ, গতকাল (সোমবার - ২১ এপ্রিল, 🎃২০২৫) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)-এর এজলাসে এ নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলেন পলক। যার জেরে কারা কর্তৃপক্ষকে চরম অস্বস্তিতে পড়তে হয়। আজ (মঙ্গলবার - ২২ এপ্রিল, ২০২৫) জানা যাচ্ছে, সেই জোড়া সোয়েটার পাওয়া গিয়েছে। তা নাকি রাখা ছিল সংশোধনারের স্টোর রুমে।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের আধিকারিক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশি সংবা💫দমাধ্যম 'প্রথম আলো'কে জানান, সোমবার বিকেলেই পলকের সোয়েটার দু'টির খোঁজ পাওয়া গিয়েছে। এমনকী, তাঁর অন্য়ান্য কিছু পোশাকও খুঁজে পাওয়া গিয়েছে।
আবদুল্লাহ আল ꦏমামুনের দাবি অনুসারে, পলকের সোয়েটার হারানোর অভিযোগ সামনে আসার পরই এ নিয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। তাতেই জানা যায়, শীতকালে পরার মতো কিছু গরমের পোশাক ও দু'টি সোয়েটার স্টোর রুমে জমা করা আছে। মামুনের ইঙ্গিত, সংশ্লিষ্ট কারারক্ষীদের অসাবধনাতার জন্যই নাকি কিছু সময়ের জন্য ওই সোয়েটার দু'টি খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মামুন জানান, সম্প্রতি পলকের স্ত্রী এসেছিলেন কারাগারে। স্বামীর জন্য তিনিই দু'টি সোয়েটার এনেছিলেন। সেগুলি যাতে পলককে দিয়ে দেওয়া হয়, কারারক্ষীদের সেই অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু, কারারক্ষীরা সেগুলি পলককে দিতে🐲 ভুলে যান! ফলত, সেগুলি স্টোর রুমে অন্য়ান্য গরম পোশাকের সঙ্গেই জমা করে রাখা হয়।
এদিকে, সোমবারই পলকের আই💧নজীবী অভিযোগ করেছিলেন, তাঁর মক্কেলকে আইন ও নিয়ম অনুসারে প্রাপ্য সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না। এই অভিযোগ খারিজ করে দিয়েছেন আবদুল্লাহ আল মামুন।
তিনি সংবাদমাধ্যমকে পালটা জানিয়েছেন, 'জু⛄নাইদ আহমেদ পলক আমার কারাগারের চতুর্থ তলায় থাকেন। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে এবং জেল কোডের বিধান অনুযায়ী, তিনি প্রথম শ্রেণির একজন কারাবন্দি। প্রথম শ্রেণির কারাবন্দিরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তিনিও ঠিক 💃একই সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তাঁর আইনজীবীর তথ্য সঠিক নয়।'
প্রসঙ্গত, গত বছরের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরই গঠিত হয় অন্তর্বর্তী সরকার। হাসিনা জমানার নেতা, কর্মী ও মন্ত্রীদের ধরপাকড় শুরু হয়। সেই তাল🐟িকায় পলকেরও নাম রয়েছ🐻ে। তাঁকে গ্রেফতার করা হয় গত বছরের ১৪ অগস্ট। তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ছ'টি মামলা রুজু করা হয়েছে।