Kanayashree Cup 2023: ১১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল, একাই ৬ গোল সুলঞ্জনার, ৫ গোল খেল মহমেডান, জয় পুলিশেরও Updated: 04 Dec 2023, 08:28 PM IST Ayan Das আজ কন্যাশ্রী কাপে (মহিলা কলকাতা ফুটবল লিগ) ১১-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। ১-৫ গোলে হেরে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। ২-০ গোলে জিতল পশ্চিমবঙ্গ পুলিশ। ওই তিনটি ম্যাচে কে কে গোল করলেন, ইস্টবেঙ্গলের পয়েন্ট কত দাঁড়াল, তা দেখে নিন।